ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সেলফিকাণ্ডে সরকারের বিপদ!

আসিফ নজরুল, নিউইয়র্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

নিউইয়র্কে ভাসানী ফাউন্ডেশনের একটা আলোচনা সভায় এসেছি। আলোচনা অনেকক্ষণ চলেছে। মাঝে মাগরিবের নামাজের বিরতি হলো। এরপর প্রোগ্রাম শেষ হলো রাত ১০টার দিকে। অনেক মানুষের সাথে কথা হলো। অনেকেই সেলফিকাণ্ড নিয়ে জানতে চাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের সেলফি। ঋষি সুনাকের সাথে ছবি এগুলো নিয়ে খুব জানতে চাচ্ছে যে, আমার বক্তব্য কী। বিষয়টি খুব কনফিউজড অবস্থায় গেছে। একটা সেলফি মানে কি রাজনৈতিক সব সমস্যা সমাধান হয়ে গেলো? আমেরিকার চাপ কমে গেলো? এরকম নানা কথা হচ্ছে।

বিজ্ঞাপন
আমি সেখানে কিছু বলি নাই। পরে মনে হলো সেলফিকাণ্ড নিয়ে আওয়ামী লীগের লোকজন, নেতারা এতো হৈ চৈ করছে। বোঝানোর চেষ্টা করছে যে, বাইডেনের সাথে সেলফি তোলা মানে অবাধ নির্বাচনে আমেরিকার যে চাপ ছিল সেই চাপ এখন আর নাই। আওয়ামী লীগ যেরকম চায় সেভাবেই নির্বাচন করা সম্ভব। এই ধরনের বার্তা দেবার চেষ্টা করছে। শালীনতার সীমা ছাড়িয়ে গেছে এবং অতিরিক্ত অস্বাভাবিক সব আশাবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আগামী এক সপ্তাহ, এক মাস বা দুই মাস পরে কী হতে পারে? যদি সত্যি দেখা যায় যে, আমেরিকা ভিসানীতি প্রয়োগ করেছে। সরকারের পদস্থ লোকরা, প্রশাসনের লোক বা আমলারা ভিসানীতির খপ্পরে পড়েছে বা নিষেধাজ্ঞা পেয়েছে। তখন আওয়ামী লীগ সরকারেরতো আমেরিকার বিরুদ্ধে কথা বলাওতো টাফ হয়ে যাবে। আপনি খুব খুশি হলেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে সেলফি তোলা হয়েছে। খুশি হয়ে প্রকাশ করছেন যে, আমেরিকা ম্যাটারস। আবার নির্বাচনে যখন প্রকাশ্যে চাপ দেবে তখন কি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলা সম্ভব নয় যে- আমেরিকা কে? আমেরিকা কী? আমেরিকা কে বা কী, কতোটুকু গুরুত্ব রাখে এটাতো আপনি সেলফিকাণ্ডে নিজেই স্টাবলিশ করে দিলেন। এই সমস্ত বিপদ আওয়ামী লীগের নেতারা ভাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় তারা ডমিস্টিক অডিয়েন্সের জন্য করে। লোকাল লোকদের কোনো একটা কিছু বুঝিয়ে দিলাম হাইপ তৈরি করলাম ব্যস সলভ হয়ে গেলো। শর্টটার্ম সল্যুশন; লং টার্ম সল্যুশনের দিকে তাদের কোনো নজর নাই। সেলফিকাণ্ড সরকারের জন্য কিন্তু বদহজম হয়ে যেতে পারে। জানি না এই উপমাটা টানা ঠিক হচ্ছে কিনা, একবার করোনার সময় ভুয়া সার্টিফিকেট দেয়া বাটপার শাহেদ তারতো প্রচুর সেলফি ছিল। আর্মি চিফ, পুলিশের চিফ, পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সেলফি ছিল। আমার ঠিক মনে নাই হয়ত প্রধানমন্ত্রীর সঙ্গেও সেলফি ছিল। সেলফি না হলেও ছবি হয়ত ছিল। এগুলো সেলফি কি তাকে রক্ষা করতে পেরেছিল? কিছুদিন পর দেখি তার হাত-পা বাঁধা, কোমড়ে পিস্তল গুজে দেয়া, ভ্যাবাচ্যাকা খাওয়া, অত্যন্ত অপমানিত, পরাজিত মানুষের ছবি। যে ছবি দেখে করুণা লাগছিল সবার। এটাতো সিম্বলিক বিষয়। আপনি একটা ভুয়া জিনিস প্রচার করলেন, অতিরঞ্জিত জিনিস প্রচার করলেন শাহেদ যেটা করেছিল। এখন আপনি দেখানোর চেষ্টা করলেন বিশ্বব্যপী আমার কতো ক্ষমতা, প্রতাপ। আমার কাজে কতোটা মুগ্ধ। আমার ওপর আস্থা রাখছে নির্বাচনের ব্যাপারে। পরে যদি এটা দেখা যায় যে, সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ অব্যাহত আছে। সেটা খুব ভালো হবে না। আপনিতো ডমিস্টিক অডিয়েন্সকে বোঝাতে পারবেন না। শাহেদের পক্ষেতো গ্রেপ্তার হবার পর বলা সম্ভব হয়নি যে, সরকার ষড়যন্ত্র করেছে। সরকারের সাথে তার কতো দহরম মহরম এটাই ছিল তার প্রতাপ দেখানোর উৎস। তারপর যখন সেই সরকার গ্রেপ্তার করেছে তখনতো আর তার কিছু বলার ছিল না। যদিও এটা খুব এপ্রোপ্রিয়েট উপমা না। তবে এরকম একটা পরিণতিতো সরকারেরও হতে পারে। আপনি যেটা দেখাচ্ছেন আপনার বিজয়, আপনার সমর্থন সেটাতো না। যার কারণে আপনি এটা দেখাচ্ছেন সেতো আপনাকে প্রচণ্ড চাপ দিচ্ছে। তখন খুব বিব্রতকর অবস্থা হতে পারে সরকারের জন্য। আমার মনে হয় না সরকার এটা ভেবেছে। সেলফিকাণ্ড করে মানুষকে একটা কৃত্রিম আশাবাদ তৈরি করার চেয়ে সরকারের উচিত খুব সিরিয়াসলি ভাবা যে এই নির্বাচন কেন্দ্রীক ডিসপিউটটা কীভাবে সমাধান করা যাবে। এখন একটা পজিশনে বসে থেকে সাময়িক শক্তি দেখালাম বা নির্বাচন করেই ফেললাম এটাতো এন্ড অব দ্য ডে বা এন্ড অব দ্য গেম নাও হতে পারে। আমার মনে হয় না সরকার এতো ভাবছে। সেলফিকাণ্ড নিয়ে এতো উৎসাহের কোনই কারণ নাই। পৃথিবীতে কোনো সম্মেলনে বা কোনো ইউনিভার্সিটিতে যদি যাই যেকোনো বড় মানুষ সেখানে থাকলে ছবি তোলা যায়। ছবি ইন্ডিকেট করে না আপনার প্রতি সমর্থন বা অসমর্থনকে। যদি সরকার মনে করে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে পাশে চায় তাহলে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাস্তব কিছু লক্ষ্য, বাস্তব কিছু প্রস্তাব দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার না হোক, নতুন কোন সরকার বা নির্বাচনকালীন সরকার যার নেতৃত্বে গ্রাউন্ড ব্রেকিং কিছু করতে হবে যে আমি সত্যি সিন্সিয়ার। ২০১৮ বা ’১৪ সালের মতো নির্বাচন করতে আগ্রহী না। সেটা যদি সরকার না দেখাতে পারে আমি বিশ্বাস করি না যে ইউরোপ বা আমেরিকার চাপ সরকারের উপর থেকে কমবে। এই সেলফি হয়ত কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারে, কিন্তু যখন ওই ধোঁয়াশাটা কেটে যাবে তখন দেখা যাবে সরকারের উপর সেই চাপ অব্যাহত আছে। কাজেই সেলফি নিয়ে এতো মাতামাতির কিছু নাই। এতো হতাশ হওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই। আসল সংকট, আসল সংকটের জায়গাতেই রয়ে গেছে।

পাঠকের মতামত

কয় দিন ধরে সংবাদের শিরোনাম ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা কমে গেছে। কিন্তু মূল বিষয়টা সব সংবাদ মাধ্যম আড়াল করেছে । মূল কারণ হলো বাংলাদেশিরা যারা সুইস ব্যাংকে টাকা জমা করেছিল, তারা তাদের নাগরিকত্ব সুইস ব্যাংকে পরিবর্তন করেছেন মাত্র। টাকা যা জমা থাকার তা রয়েই গেছে ,হয়তোবা এত দিনে আরো বেড়ে গেছে। একটু কষ্ট করে খোঁজ নিয়ে দেখুন গত ৩ বছরে ১,৯৫৪ জন বাংলাদেশী নিচের উল্লেখিত দেশগুলোর নাগরিকত্ব(passport) কিনেছেন। ST KITTS AND NEVIS ANTIGUA AND BERMUDA ST LUCIA GRENADA . তাদের মাঝে কিছু মানুষের তালিকা আমার হাতে আজ এসেছে

md uddin
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

sunder kotha

yahia
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:৫৫ পূর্বাহ্ন

তাহলে কি বুঝা গেলো নির্বাচনের আগেই সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেছে?শুনছি সরকার বলছে তারা নাকি সেন্ট মার্টিন চায় বাংলাদেশের কাছে। মনে হয় বিক্রির পর ই সবাই মিলে সেল্ফি তুলেছ।

Ahmed Kabir
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৯ পূর্বাহ্ন

সুন্দর বিশ্লেষণ

শুভ্র
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:৪৫ পূর্বাহ্ন

এটি খুব সজো-সাপ্টা কথা। এ অবৈধ ও দুর্বৃত্ত সরকার গলা অবধি অপকর্মে ডুবে সাগরে হাবুডুবু খাচ্ছে। ক্রমাগত গোষ্ঠী শুদ্ধ হাতে নাতে ধরা খাচ্ছে, খবরের শিরোনাম হচ্ছে। কিন্তু স্বভাবের কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের মন মগজে ঢুকে আছে আবারো জাতি ঠকানোর অসৎ আচরণ। ময়দানে এত দেউলিয়াত্ব প্রকাশের পরও লজ্জার বালাই নেই। দুর্বৃত্তায়নের কোনটা বাকী রেখেছে দেশের অর্থনীতিকে লালবাতি জ¦ালিয়েছে, শত শত মানুষ নিয়ে দুনিয়া চষে বেড়াচ্ছে, প্রতিভাবান ছেলের সিসেম ফাঁক হয়ে যাওয়া, এবার প্রতিভাবান মেয়ে নিয়ে দ্বারে দ্বারে ঘোরা, কোনটা সম্মানের কাজ করছে, জানতে পারি কি? এসব প্রতিভার মড়ক চলছে, সেল্ফি তাদের রাজনীতি ধ্বসের সেরা উদাহরণ!

Nazma Mustafa
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:১৩ পূর্বাহ্ন

সাগরে ডুবান্ত ব্যক্তি খরকুটো আকরে ধরে বাচতে চায়।

Abdur Razzak
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:৫৯ অপরাহ্ন

আমি মন্তব্য করতে পারলাম না লেখা পড়ে কমেন্ট বক্সে আসতেই বেশ কিছু কমেন্ট পড়তে হলো পড়লাম এবং বুঝলাম আমার মনের কথাগুলো কমেন্টকারীরা বলে ফেলেছে তাই কমেন্ট পড়ে চলে গেলাম।

Nizam Uddin Pramanik
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:৪৪ অপরাহ্ন

ঋষি সুনাকের ছবি নিয়ে ইতিমধ্যে Daily Mail সহ তাদের পত্র পত্রিকায় সমালোচনা শুরু হয়েছে!

Salam---
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:২৮ অপরাহ্ন

আচ্ছা একটা ব্যপার বুজলাম না। এত দিন আমেরিকাকে ধুয়ে দিচ্ছিলো। এখন একটা সেলফি তুলে এত তৃপ্তি। ২-৪ দিন পর যদি আমেরিকা সুষ্ঠু ভোটের কথা বলে তখন কি বলবে? আমেরিকা খারাপ। আমেরিকা সেন্টমারটিন চায়। এইসব?

AA
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:২৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্রিকস্ এর সদস্য না, হলো ও না, কিন্ত ১৮০ জনে বহর নিয়ে গেল ব্রিকসে, তুলল কিছু ছবি/সেল্ফি। বাংলাদেশ জি-২০ এর সদস্য না কখনো হবার আশাও করতে পারেনা, তবুও বিশাল এক বহর নিয়ে গেল এবং সেল্ফি তুলে তা নিয়ে মাতামাতি করল। জনগনের কি লাভ হলো? একটা সেল্ফি তুলে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি! জনগনের করের টাকা হরিলুটেরাদের একদিন জবাবদিহীতা করতে হবে।

GMA Zafar
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:২৬ অপরাহ্ন

স্যার, আমরা সাধারণ মানুষ মনে করি, আমেরিকা একটি 'ব্রেন্ড'। কারণ একটাই, তারা তাদের নীতি পরিবর্তন করে না। ভারতে এসে সংবাদ সম্মেলন করা থেকে বিরত রাখা হলেও বাইডেন কিন্তু ভিয়েতনামে এসে সেই সংবাদ সম্মেলন করেছেন এবং যা যা বলার তা বলেছেন। তাই, ফ্রেন্ডশিপ বা রিলেশন এবং রাজনীতি যে এক জিনিস নয় তা আমেরিকার নীতি থেকে শিক্ষা নেয়া উচিৎ।

tespi
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:২৬ অপরাহ্ন

ঋষি সুনাকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাইডেন সোফায় বসে ছবি তুলেন নাই, তা না হলে ওটাই দ্বিপাাক্ষিক বৈঠক বলে চালিয়ে দিত।

সুমন
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:০৮ অপরাহ্ন

সেলফির মাধ্যমে ভীত শঙ্কিত আতঙ্কিত নেতাকর্মীদের একটু চাঙ্গা করার ব্যর্থ ও নির্লজ্জ চেষ্টামাত্র। দিনশেষে যা হবার তাই হবে।

M H Shayba
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৯:৪৮ অপরাহ্ন

ক্ষমতায় থাকার জন্য যারা এভাভাবে বিদেশীদের কাছে ছুটাছুটি করে তাদের কাছে দেশ কতটা নিরাপদ। এরা জনগণকে এক পয়সারও দাম দেয় বলে তো মনে...

এহোসেন
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৯:১২ অপরাহ্ন

সহমত পোষণ করলাম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ নিজেই নিজের হাত-পা বেঁধে ফেলছে।

অনিন্দ্য শাকিল
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:৪২ অপরাহ্ন

ধন্যবাদ বাস্তবধর্মী একটা সুন্দর লেখার জন্য ।

ljlian
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:৩১ অপরাহ্ন

সঠিক কথা বলেছেন। সাগরে ডুবান্ত ব্যক্তি খরকুটো আকরে ধরে বাচতে চায়।

Rafiq
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:১১ অপরাহ্ন

O K right.

Abul Basher
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:২১ অপরাহ্ন

নজরুল সাহেব আপনি বলেছেন সেলফি তুলা সবকিছু হয়েগেছে। কাদের সাহেবরা মনে করছেন সেলফি তুলছে সব পেয়ে গেলাম। বি এন পি এর গলা শুকিয়ে গেছে। আওয়ামী লীগ ইলেকশন ছাড়াই পাশ । হা হা হা ।

Engr. Mostafa Kamal
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৬:১০ অপরাহ্ন

আমি কনফর্ম সেলফিকাণ্ড সরকারের জন্য বদহজম হবে।

Digital
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:৫০ অপরাহ্ন

সেল্ফি তুলে ভেল্কিবাজি করা যায় হৃদয়ে স্থান পাওয়া যায়না রে পাগলা!

বন্ধু খান
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:২৭ অপরাহ্ন

আসিফ নজরুলের বাইডেনের সেলফি হজম হচ্ছেনা,এখন সে অনেক নেগেটিভ যুক্তি দার করবে।

এ এইচ.ভূইয়া
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ২:৩৯ অপরাহ্ন

ইংরেজী বাংলা মিলিয়ে এটা কেমন লেখা?

জাফিরুল হোসাইন
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ২:৩৭ অপরাহ্ন

একপাক্ষিক লেখা লিখে কি আওয়ামী লীগের মত একটা রাজনৈতিক দল কে মূল্যায়ন করা যায়? আমেরিকার অবস্থানের কারণে এই সরকার যে বেকায়দায় আছে তা নিয়ে এক শ্রেনীর মানুষের যে নিরলজ্জ কথাবার্তা দেখা যায় তা যে দুইদিন পর তাদেরই উপর ঝড়ের মত আছড়ে পড়বে তা কি তারা কখনো ভেবে দেখেছে। শুধু আওয়ামী লীগ কে জব্দ করার জন্য আমেরিকাকে কেউ কেউ ব্ল্যানক চেক দিয়ে দিচ্ছে, তা কি খুব শোভন হচ্ছে বা খুব মরজাদাপুরন হচ্ছে?

Mohsin
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১২:০২ অপরাহ্ন

No comment

mohd. Rahman ostrich
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:২২ পূর্বাহ্ন

সেলফি প্লিজ!

মোহাম্মদ আলী রিফাই
১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:০৯ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে শেখ হাসিনা/ সময় হয়ে গেছে, এতো কান্নাকাটি করে তো লাভ নেই

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status