অনলাইন
সেলফিকাণ্ডে সরকারের বিপদ!
আসিফ নজরুল, নিউইয়র্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
নিউইয়র্কে ভাসানী ফাউন্ডেশনের একটা আলোচনা সভায় এসেছি। আলোচনা অনেকক্ষণ চলেছে। মাঝে মাগরিবের নামাজের বিরতি হলো। এরপর প্রোগ্রাম শেষ হলো রাত ১০টার দিকে। অনেক মানুষের সাথে কথা হলো। অনেকেই সেলফিকাণ্ড নিয়ে জানতে চাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের সেলফি। ঋষি সুনাকের সাথে ছবি এগুলো নিয়ে খুব জানতে চাচ্ছে যে, আমার বক্তব্য কী। বিষয়টি খুব কনফিউজড অবস্থায় গেছে। একটা সেলফি মানে কি রাজনৈতিক সব সমস্যা সমাধান হয়ে গেলো? আমেরিকার চাপ কমে গেলো? এরকম নানা কথা হচ্ছে।
পাঠকের মতামত
কয় দিন ধরে সংবাদের শিরোনাম ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা কমে গেছে। কিন্তু মূল বিষয়টা সব সংবাদ মাধ্যম আড়াল করেছে । মূল কারণ হলো বাংলাদেশিরা যারা সুইস ব্যাংকে টাকা জমা করেছিল, তারা তাদের নাগরিকত্ব সুইস ব্যাংকে পরিবর্তন করেছেন মাত্র। টাকা যা জমা থাকার তা রয়েই গেছে ,হয়তোবা এত দিনে আরো বেড়ে গেছে। একটু কষ্ট করে খোঁজ নিয়ে দেখুন গত ৩ বছরে ১,৯৫৪ জন বাংলাদেশী নিচের উল্লেখিত দেশগুলোর নাগরিকত্ব(passport) কিনেছেন। ST KITTS AND NEVIS ANTIGUA AND BERMUDA ST LUCIA GRENADA . তাদের মাঝে কিছু মানুষের তালিকা আমার হাতে আজ এসেছে
sunder kotha
তাহলে কি বুঝা গেলো নির্বাচনের আগেই সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেছে?শুনছি সরকার বলছে তারা নাকি সেন্ট মার্টিন চায় বাংলাদেশের কাছে। মনে হয় বিক্রির পর ই সবাই মিলে সেল্ফি তুলেছ।
সুন্দর বিশ্লেষণ
এটি খুব সজো-সাপ্টা কথা। এ অবৈধ ও দুর্বৃত্ত সরকার গলা অবধি অপকর্মে ডুবে সাগরে হাবুডুবু খাচ্ছে। ক্রমাগত গোষ্ঠী শুদ্ধ হাতে নাতে ধরা খাচ্ছে, খবরের শিরোনাম হচ্ছে। কিন্তু স্বভাবের কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের মন মগজে ঢুকে আছে আবারো জাতি ঠকানোর অসৎ আচরণ। ময়দানে এত দেউলিয়াত্ব প্রকাশের পরও লজ্জার বালাই নেই। দুর্বৃত্তায়নের কোনটা বাকী রেখেছে দেশের অর্থনীতিকে লালবাতি জ¦ালিয়েছে, শত শত মানুষ নিয়ে দুনিয়া চষে বেড়াচ্ছে, প্রতিভাবান ছেলের সিসেম ফাঁক হয়ে যাওয়া, এবার প্রতিভাবান মেয়ে নিয়ে দ্বারে দ্বারে ঘোরা, কোনটা সম্মানের কাজ করছে, জানতে পারি কি? এসব প্রতিভার মড়ক চলছে, সেল্ফি তাদের রাজনীতি ধ্বসের সেরা উদাহরণ!
সাগরে ডুবান্ত ব্যক্তি খরকুটো আকরে ধরে বাচতে চায়।
আমি মন্তব্য করতে পারলাম না লেখা পড়ে কমেন্ট বক্সে আসতেই বেশ কিছু কমেন্ট পড়তে হলো পড়লাম এবং বুঝলাম আমার মনের কথাগুলো কমেন্টকারীরা বলে ফেলেছে তাই কমেন্ট পড়ে চলে গেলাম।
ঋষি সুনাকের ছবি নিয়ে ইতিমধ্যে Daily Mail সহ তাদের পত্র পত্রিকায় সমালোচনা শুরু হয়েছে!
আচ্ছা একটা ব্যপার বুজলাম না। এত দিন আমেরিকাকে ধুয়ে দিচ্ছিলো। এখন একটা সেলফি তুলে এত তৃপ্তি। ২-৪ দিন পর যদি আমেরিকা সুষ্ঠু ভোটের কথা বলে তখন কি বলবে? আমেরিকা খারাপ। আমেরিকা সেন্টমারটিন চায়। এইসব?
বাংলাদেশ ব্রিকস্ এর সদস্য না, হলো ও না, কিন্ত ১৮০ জনে বহর নিয়ে গেল ব্রিকসে, তুলল কিছু ছবি/সেল্ফি। বাংলাদেশ জি-২০ এর সদস্য না কখনো হবার আশাও করতে পারেনা, তবুও বিশাল এক বহর নিয়ে গেল এবং সেল্ফি তুলে তা নিয়ে মাতামাতি করল। জনগনের কি লাভ হলো? একটা সেল্ফি তুলে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি! জনগনের করের টাকা হরিলুটেরাদের একদিন জবাবদিহীতা করতে হবে।
স্যার, আমরা সাধারণ মানুষ মনে করি, আমেরিকা একটি 'ব্রেন্ড'। কারণ একটাই, তারা তাদের নীতি পরিবর্তন করে না। ভারতে এসে সংবাদ সম্মেলন করা থেকে বিরত রাখা হলেও বাইডেন কিন্তু ভিয়েতনামে এসে সেই সংবাদ সম্মেলন করেছেন এবং যা যা বলার তা বলেছেন। তাই, ফ্রেন্ডশিপ বা রিলেশন এবং রাজনীতি যে এক জিনিস নয় তা আমেরিকার নীতি থেকে শিক্ষা নেয়া উচিৎ।
ঋষি সুনাকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাইডেন সোফায় বসে ছবি তুলেন নাই, তা না হলে ওটাই দ্বিপাাক্ষিক বৈঠক বলে চালিয়ে দিত।
সেলফির মাধ্যমে ভীত শঙ্কিত আতঙ্কিত নেতাকর্মীদের একটু চাঙ্গা করার ব্যর্থ ও নির্লজ্জ চেষ্টামাত্র। দিনশেষে যা হবার তাই হবে।
ক্ষমতায় থাকার জন্য যারা এভাভাবে বিদেশীদের কাছে ছুটাছুটি করে তাদের কাছে দেশ কতটা নিরাপদ। এরা জনগণকে এক পয়সারও দাম দেয় বলে তো মনে...
সহমত পোষণ করলাম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ নিজেই নিজের হাত-পা বেঁধে ফেলছে।
ধন্যবাদ বাস্তবধর্মী একটা সুন্দর লেখার জন্য ।
সঠিক কথা বলেছেন। সাগরে ডুবান্ত ব্যক্তি খরকুটো আকরে ধরে বাচতে চায়।
O K right.
নজরুল সাহেব আপনি বলেছেন সেলফি তুলা সবকিছু হয়েগেছে। কাদের সাহেবরা মনে করছেন সেলফি তুলছে সব পেয়ে গেলাম। বি এন পি এর গলা শুকিয়ে গেছে। আওয়ামী লীগ ইলেকশন ছাড়াই পাশ । হা হা হা ।
আমি কনফর্ম সেলফিকাণ্ড সরকারের জন্য বদহজম হবে।
সেল্ফি তুলে ভেল্কিবাজি করা যায় হৃদয়ে স্থান পাওয়া যায়না রে পাগলা!
আসিফ নজরুলের বাইডেনের সেলফি হজম হচ্ছেনা,এখন সে অনেক নেগেটিভ যুক্তি দার করবে।
ইংরেজী বাংলা মিলিয়ে এটা কেমন লেখা?
একপাক্ষিক লেখা লিখে কি আওয়ামী লীগের মত একটা রাজনৈতিক দল কে মূল্যায়ন করা যায়? আমেরিকার অবস্থানের কারণে এই সরকার যে বেকায়দায় আছে তা নিয়ে এক শ্রেনীর মানুষের যে নিরলজ্জ কথাবার্তা দেখা যায় তা যে দুইদিন পর তাদেরই উপর ঝড়ের মত আছড়ে পড়বে তা কি তারা কখনো ভেবে দেখেছে। শুধু আওয়ামী লীগ কে জব্দ করার জন্য আমেরিকাকে কেউ কেউ ব্ল্যানক চেক দিয়ে দিচ্ছে, তা কি খুব শোভন হচ্ছে বা খুব মরজাদাপুরন হচ্ছে?
No comment
সেলফি প্লিজ!
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে শেখ হাসিনা/ সময় হয়ে গেছে, এতো কান্নাকাটি করে তো লাভ নেই
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]