ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

হোক কলরব রাজীব স্মরণে

(৩ সপ্তাহ আগে) ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:৩১ অপরাহ্ন

mzamin

ঢাকার অকাল প্রয়াত কবি, শিল্পী ও নির্মাতা রাজীব আশরাফ স্মরণানুষ্ঠান আয়োজন করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় শুরু হবে ‘হোক কলরব রাজীব স্মরণে’ শিরোনামের এই আয়োজন।

অনুষ্ঠানে রাজীবের স্মৃতিচারণ করবেন তাঁর বড় ভাই আশরাফুল আলম বাবুসহ, বন্ধু, সহকর্মী ও সুহৃদরা। সেখানে পাঠ করা হবে রাজীবের কবিতা। গাওয়া হবে তাঁর লেখা গান। এছাড়া রাজীবের চিত্রকর্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অভিনীত কাহিনীচিত্র প্রদর্শন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গান ‘হোক কলরব’ দেশ-বিদেশে ছাত্র আন্দোলনের স্লোগান হয়ে ওঠার পর থেকে আলোচনায় ছিলেন রাজীব আশরাফ। তাঁর লেখা কবিতা থেকেই এটি তৈরী করেছিলেন অর্নব। সমবেত কন্ঠে গানটি গাওয়ার মধ্য দিয়ে শেষ হবে স্মরণানুষ্ঠান।

তার আগে রাজীবকে স্মরণ করবেন চলচ্চিত্রকার নুরুল আলম আতিক, কবি ও নির্মাতা টোকন ঠাকুরসহ সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের আরো অনেকে। গাইবেন প্রবর রিপন, সিনা হাসান, আরাফাত মহসিন নিধি, আহমেদ হাসান সানিসহ আরো অনেকে।  

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞাপন
বৃষ্টি হলে এটি বকুলতলার বদলে জয়নুল গ্যালারীর সামনে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
 

(সংবাদ বিজ্ঞপ্তি)

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status