ভারত
সিনিয়র সিটিজেনদের উপেক্ষা নিয়ে সংসদে সরব হলেন জয়া বচ্চন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৩, রবিবার, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন
ভারতীয় সংসদে কণ্ঠস্বর উচ্চগ্রামে তুললেন তিনি। তিনি জয়া বচ্চন । অমিতাভ বচ্চনের ঘরণী। দৃপ্ত কণ্ঠে বললেন, ভারতে সিনিয়র সিটিজেন হয়ে যাওয়াটা কি অপরাধ? ৭০ বছর বয়স হয়ে গেলেই মানুষ মেডিক্যাল ইন্স্যুরেন্স করার অধিকার হারায়, ব্যাংক থেকে লোন কিংবা ইএমআই এর সুযোগ সে পায় না। তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না, ট্রেনে ভ্রমণের সময় টিকিটের ভাড়ার সুবিধা কেড়ে নেওয়া হয়। সারাজীবন কর দিয়ে গেলেও এই পরিণত বয়সে কর ছাড় এর মুষ্টিমেয় সুযোগ সে পায়। কেন, সিনিয়র সিটিজেন হওয়াটা কি কোনও অপরাধ? জয়া বলেননি কিন্তু ভারতে একশ্রেণীর সিনিয়র সিটিজেন কিন্তু সব সুবিধা পান। এঁরা সংসদ সদস্য, বিধায়ক কিংবা মন্ত্রী। বয়স সত্তর কিংবা তার বেশি হলেও এঁরা সব পরিষেবা পান। এটাই কি দস্তুর? এই উপমহাদেশের সর্বত্রই কি সিনিয়র সিটিজেনদের এই দুরবস্থা? জয়ার নীরব প্রশ্ন এটাই।