কলকাতা কথকতা
মমতা বন্দোপাধ্যায়ের ওয়ার্ড, অভিষেকের বাড়ির পাশে জোড়া খুন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৬ জুন ২০২২, সোমবার, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

সোমবার রাতে এক বৃদ্ধ দম্পতির জোড়া খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে কলকাতা। এই জোড়া খুনের ঘটনা ঘটেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্র, তার ভাতৃবধূ কাজরী বন্দোপাধ্যায়ের ওয়ার্ড, তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন থেকে ঢিল ছোড়া দূরত্বে। ভিভিআইপি জোন বলে পুরো হরিশ মুখার্জি রোড সিসিটিভিতে মোড়া। রাস্তার এক হাত অন্তর পুলিশ কিয়স্ক। তার মধ্যে ষাটোর্ধ্ব এই দম্পতির খুন হওয়ার ঘটনায় রীতিমতো বিস্ময় সৃষ্টি হয়েছে। খুনের ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায়। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দম্পতি শেয়ার এর কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিহিংসার কারণে তাদের খুন করা হতে পারে বলে ঘটনাস্থলে দাঁড়িয়ে মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশি তদন্ত শুরু হয়েছে।