বিবিধ
নতুন গান নিয়ে আসছেন রেহানা ইমাম
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ৯ জুলাই ২০২৩, রবিবার, ৮:৪৭ অপরাহ্ন

এক সময় সংগীতাঙ্গনে দাপুটে বিচরণ থাকলেও হঠাৎ করেই স্তিমিত হয়ে যায় নব্বই দশকের তুমুল আলোচিত কণ্ঠশিল্পী রেহানা ইমামের বিচরণ। তবে দীর্ঘদিন সুরের তালে শ্রোতাদের না মাতালেও রয়েছেন ভক্তদের হৃদয়ের মণিকোঠায়। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতারা আজও মনে করেন রেহানা ইমামকে। গান থেকে বিদায় না নিলেও গানে আর তাকে আগের মতো পাওয়া যাচ্ছে না। একেবারেই নীরবে-নিভৃতে চলছেন তিনি। কিন্তু কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংগীতাঙ্গনে সেই আগের পরিবেশ পরিস্থিতি নেই। আগে প্রতিবছর বিভিন্ন শিল্পীর নতুন গানের অ্যালবাম প্রকাশ হতো। বিশেষ করে নানা উৎসবে শিল্পীদের ব্যস্ততা বেড়ে যেত, নতুন অ্যালবাম নিয়ে শিল্পীরা হাজির হতেন। শ্রোতারও খবর রাখতেন এই উৎসবে কোন কোন শিল্পীর অ্যালবাম বাজারে আসছে। ঈদের কেনাকাটার তালিকাতেও থাকতো নতুন অ্যালবাম।
সংগীতে আগের পরিবেশ না থাকলেও থেমে নেই গান রেহানা ইমাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে সবাইকে। গানের এই শিল্পী সময়ের পরিবর্তনকে মেনে নিলেও আপস করছেন না মানহীন কাজের সঙ্গে। তাই নিজের মতো করে গান করছেন। নিজের ইউটিব চ্যানেলের জন্য গান প্রকাশ করছেন। সম্প্রতি তারএকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। শিগগিরই প্রকাশ পাবে তার নতুন একটি গান। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য পুরনো গানগুলোকে ভিডিও চিত্রসহ নতুন করে তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে ১০টি গানের প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছেন। বেশকিছু গানের ভিডিওচিত্র শেষে চলছে সম্পাদনা। একটি একটি করে এসব গান প্রকাশ পাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গান নিয়ে তার এই উদ্যোগকে উৎসাহিত করেছেন ভক্তরা। রেহানা বলেন, ‘অনেকেই উৎসাহ দিয়েছেন। বড় অনুপ্রেরণা ছিলেন আমার ভক্ত-শ্রোতারা। এই বছরের শুরুর দিকে নিজের গাওয়া একটি গান এমনিই শেয়ার করেছিলাম নিজের ফ্যান পেজে। এরপর প্রচুর মেসেজ পেয়েছি। অবাক হয়েছি আমার কিছু জনপ্রিয় গান আছে যা নিজের মনে নেই কিন্তু ভক্তরা ঠিকই মনে রেখেছেন। এসব দেখে মনে হলো ভক্তরা তো আমাকে ভোলেননি। তখন থেকে ভাবলাম, নতুন কিছু গান গাওয়া উচিত।’ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের কথা ভাবেন তিনি। বাংলাদেশে অবস্থানকালে তিনি ছিলেন দেশের অন্যতম পারিশ্রমিকপ্রাপ্ত শিল্পী।
তবে নতুন একটি খবর জানিয়ে রেহানা ইমাম বলেন, প্রথমবারের মতো সংগীতবিষয়ক একটি রিয়েলিটি শোর অনুষ্ঠানের বিচারক হয়ে আসছেন তিনি। তিনি বলেন, ‘এবার প্রথম এমন অনলাইনে একটি অনুষ্ঠানে বিচারক অংশগ্রহণ করেছি। এটির জন্য প্রস্তাব পাওয়ার পর কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। যখন জানলাম, এখানে পার্থ মজুমদার, মিলন ভট্টাচার্যের মতো সিনিয়র মানুষ আছেন তখন কাজটি করার সিদ্ধান্ত নেই। এখানে না এলে জানা হতো না আমাদের দেশে সত্যি কত প্রতিভা আছে। বিভিন্ন জেলার প্রতিযোগীদের পাচ্ছি। যারা অনেক ভালো গান করে। এখানে ফোক গানের প্রতিযোগী বেশি পেয়েছি। আমার মনে হলো আমাদের মানুষ এখনো শিকড়কে ভোলেনি।’
গানের বর্তমান অবস্থা নিয়ে রেহানা বলেন, ‘ঘরে ঘরে স্টুডিও, জনে জনে শিল্পী। অনেকেই এক গানেই ভাইরাল হচ্ছে। সম্মান ও শ্রদ্ধাবোধ যেমন হারিয়ে গেছে। গানের প্রতি ভালোবাসা ও সাধনাও কমে গেছে। এখন সবাই নিজেকে প্রচারের জন্য ব্যস্ত। অল্পতেই অনেক পাওয়ার প্রবণতা সবার মধ্যে। আমাদের সময় এমন ছিল না।’
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]