অর্থ-বাণিজ্য
বিল্ডের সেমিনার
নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে তিন সুপারিশ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৬ জুন ২০২২, সোমবার, ৮:৩০ অপরাহ্ন

নারী উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে তিনটি সুপারিশ রেখেছে বেসরকারি খাতের থিংকট্যাঙ্ক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। সোমবার ‘ডিসিমিনেশন সেমিনার অন পলিসি রিকমেন্ডেশনস টু মেক ট্রেডিং অ্যাক্রস বর্ডার ইজিয়ার ফর উইমেন-ওনড বিজনেসেস’ শীর্ষক সেমিনারে সংগঠনটি এসব সুপারিশ রাখে। বিল্ড ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান। বাণিজ্য মন্ত্রণালয় মহাপরিচালক ডব্লিউটিও সেল-এর মহাপরিচালক হাফিজুর রহমান বিশেষ অতিথি এবং কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট (ঢাকা পূর্ব) এর উপ-কমিশনার নাহিদা ফরিদি সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে অংশ নেন। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জাকির হোসেন, রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক কুমকুম সুলতানা ও এফবিসিসিআইয়ের পরিচালক নাদিয়া বিনতে আমিন। আরও বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক শেহরিন সালাম ঐশী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবির ও প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট নুসরাত নাহিদ ববি। বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম মূল উপস্থাপনায় তিনটি বিষয়ে সুপারিশ তুলে ধরেন। এসময় ট্রেড লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণের সুপারিশ করা হয় এবং কোম্পানি রেজিস্ট্রেশনের অনুকরণে তা সম্পূর্ণ অনলাইনের আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়। এছাড়া কটেজ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ফি কমানোর দাবি জানানো হয়।