ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

রাত ১২টার পর থেকে বরিশাল সিটিতে কোনো বহিরাগত থাকতে পারবে না: পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

(১০ মাস আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ১:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

আজ রাত ১২টার পর থেকে বরিশাল সিটিতে কোন বহিরাগত থাকতে পারবে না। চলবে না মোটরসাইকেল। ১১ই জুন রাত থেকে ১২ই জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ, ট্রাক বাস এমনকি থ্রি হুইলারও।

আজ বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন, প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন সব করা হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। এখানে কোন দল দেখা হবে না। ১০ই জুন অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে বরিশালে কোন বহিরাগত থাকতে পারবে না। চলবে না কোনো মটর সাইকেল। আবাসিক হোটেলগুলোতে নজরদারি চলছে। সকল প্রকার বৈধ অস্ত্র আজ থেকে ১৪ই জুন পর্যন্ত বহন নিষিদ্ধ। আগামীকাল রাত ১২টার পর থেকে লঞ্চ, স্পিডবোট, বাস ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জীপ,পিকআপ,কার ও ইজিবাইক চলবে না।

বিজ্ঞাপন
তবে নির্বাচনী কাজে ব্যবহৃত এবং পর্যবেক্ষক, নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং সেবাসূলক কাজে ব্যবহৃত গাড়ির উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

পুলিশ কমিশনার জানান, ১০ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। প্রতি ২ বা ৩টি কেন্দ্রের জন্য টহল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ নিয়োজিত থাকবে।

এদিকে বরিশালে সংবাদ সংগ্রহের জন্য বিশেষ অনুমতি দেয়া হচ্ছে। তবে কোন মোটরসাইকেলের অনুমতি দেয়া হচ্ছে না। এতে সংবাদ সংগ্রহে বিঘ্ন ঘটবে বলে সাংবাদিকরা মনে করছেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status