দেশ বিদেশ
অভাব-অনটনে হতাশাগ্রস্ত শ্রমিকের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারনওগাঁর রাণীনগরে আর্থিক অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার কারণে হতাশাগ্রস্ত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কয়সের সরদার (৫০) নামে এক মাদুর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল পৌনে ৯টায় রাণীনগর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। পবিবারের দাবি- হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত কয়সের সরদার উপজেলার পারইল ইউনিয়নের বোদলা গ্রামের মৃত বাহার সরদারের ছেলে।
এলাকাবাসী ও সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, কয়সের সরদার অর্থিক অভাব-অনটনের কারণে মানসিক যন্ত্রনায় হতাশাগ্রস্ত ছিলেন। তার অসুস্থ স্ত্রী এক মেয়ের বাড়িতে থাকেন। তার জায়গা-জমিও নেই। যা ছিল কয়েক বছর আগে বিক্রি করেছেন। এরপর থেকে বিভিন্ন সময় অন্যের বাড়িতে থেকে জীবনযাপন করতেন।
বেশ কিছুদিন থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন। গতকাল সকাল থেকে কয়সের একটি ব্যাগ হাতে নিয়ে রাণীনগর রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে বসে ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করছিল।
পাঠকের মতামত
এটি আত্মহত্যা নয়, এটি হত্যাকান্ড! আর এটির জন্য দায় এই অবৈধ সরকার। দেশটাকে জাহান্নাম বানাই ফেলছে।
বর্তমানে অনেক মানুষের অবস্থা এমনি. অভাব-অনটনের কারণে পরকালের ভয়ে আত্মহত্যা করে না।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]