বিশ্বজমিন
উত্তরপ্রদেশে পরিচয় গোপন করে থাকা চার বাংলাদেশি গ্রেপ্তার
মানবজমিন ডেস্ক
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ভারতের উত্তরপ্রদেশে গ্রেপ্তার করা হয়েছে চার বাংলাদেশিকে। তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে জাহির করেছিল তবে শনিবার গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল আধার কার্ডসহ ভুয়া অন্যান্য নথি জব্দ করা হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ওই চার বাংলাদেশির নাম সজিব খান, মোহাম্মদ মন্টু খান, মোহাম্মদ মজিদুল খান এবং মোয়াজ্জেম খান। তারা জাল নথি ব্যবহার করে নিজেদের ভারতীয় নাগরিক হিসাবে জাহির করে আসছিল। উত্তর প্রদেশের মিরাটের খিরখেদার এলাকা থেকে শনিবাদ তাদের গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার নিয়ে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহিত সিং সাজওয়ান বলেন, সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) মিরাট ইউনিট খারখোদায় কিছু সন্দেহভাজন লোকের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছিল। পরে মিরাটের এটিএস ফিল্ড ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিং যাদব এবং তার দল চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি জাল আধার কার্ড, পাঁচটি এটিএম ও দু’টি প্যান কার্ড এবং ব্যাংকের দু’টি পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা খারখোদা জেলার একটি গ্রামে জুতার কারখানায় কাজ করত। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।
।মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]