ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

লাইপজিগকে কাপ জিতিয়ে চেলসির মুখে হাসি ফোটালেন এনকুনকু

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৩, সোমবার
mzamin

জার্মান কাপ জিতলো আরবি লাইপজিগ। ফাইনালে ২-০ ব্যবধানের জয়ে এক গোল ও একটি অ্যাসিস্ট নিয়ে লাইপজিগের ‘নায়ক’ ক্রিস্টোফার এনকুনকু। এনকুনকুর নৈপুণ্য দেখে চেলসির নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর মুখেও নিশ্চয় চওড়া হাসি। ইংলিশ সংবাদমাধ্যমের খবর, গত মৌসুমেই ৫৩ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে চেলসির সঙ্গে আগাম চুক্তিতে সই করেছেন ক্রিস্টোফার এনকুনকু। আগামী ক’সপ্তাহের মধ্যেই লন্ডন ব্লুদের ডেরায় দেখা যাবে এ ফরাসি স্ট্রাইকারকে। এমন ইঙ্গিত পাওয়া যায় লাইপজিগের শীর্ষ কর্মকতার মন্তব্যেও। লাইপজিগের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স ইবার্লকে প্রশ্ন করা হয় জার্মান কাপের ফাইনালের পরই কি চেলসিতে চলে যাচ্ছেন এনকুনকু? জবাবে ইবার্লি বলেন, ‘হতে পারে’। এবার হয়তো গোলখরা কাটবে ইংল্যান্ডের অল ব্লু দলটির। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির খেলোয়াড়রা সাকুল্যে পেয়েছে ৩৮ গোল। ক্লাবের নতুন মালিক ধনকুবের টড বোয়েলি ৬০০ মিলিয়ন পাউন্ড খরচ করলেও ১৯৯৪ সালের পর প্রিমিয়ার লীগে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে (১২তম) থেকে মৌসুম শেষ করে চেলসি।

শনিবার জার্মান কাপের ফাইনালে লাইপজিগের সামনে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

বিজ্ঞাপন
তবে দাপুটে নৈপুণ্য দেখিয়েই শিরোপা ধরে রাখলো তারা। জার্মান কাপে এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। শনিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ২-০ গোলে জয় কুড়ায় লাইপজিগ। ক্রিস্টোফার এনকুনকুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই।
ম্যাচে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল লাইপজিগ। ৫৮ ভাগ বল দখলে রেখে মোট ১২টি শট নেয় তারা, যার তিনটি ছিল লক্ষ্যে, দুটি হয়েছে গোল। অন্যদিকে ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে ফ্রাঙ্কফুর্ট । প্রথমার্ধে অবশ্য দুই দল সমতায় ছিল। অবশেষে ডেডলক ভাঙে ৭১তম মিনিটে। ফরাসি মিডফিল্ডার এনকুনকুর শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। চলতি মৌসুমে সবপ্রতিযোগিতা মিলিয়ে এটি এনকুনকুর ২৩তম গোল। ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। সেই গোলেও ছিল এনকুনকুর অবদান। তার নিচু পাস পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান সোবোসলাই।

এবারের বুন্দেসলিগায় ১৬ গোল নিয়ে ভারদার ব্রেমেনের জার্মান স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন এনকুনকু। ২০১৯ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে লাইপজিগে যোগ দেয়া এনকুনকু ১৭১ ম্যাচে করেন ৬৯ গোল। রতার রয়েছে ৫৫টি অ্যাসিস্ট। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি এনকুনকু। তবে ইউরো বাছাইয়ে জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের ফ্রান্স দলে আছেন তিনি। গত মাসে টটেনহ্যাম ও পিএসজির সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে দুই বছরের চুক্তির খবর প্রকাশ করে চেলসি। আগামী ১লা জুলাই চেলসির দায়িত্ব নিচ্ছেন এ আর্জেন্টাইন কোচ।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status