ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়ার মৃত্যু, নতুন পরিচালক কাসেমী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৪ জুন ২০২৩, রবিবার

দেশের বৃহত্তম কওমি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । 

জানা গেছে, আল্লামা ইয়াহইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এরমধ্যে বৃহস্পতিবার সকালে  হঠাৎ  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামের  একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আল্লামা ইয়াহইয়ার বয়স হয়েছিল ৭৭ বছর। তার ইন্তেকালের খবরে তাৎক্ষণিকভাবে সারা দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র ও তৌহিদী জনতার মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে গতকাল মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদ্রাসার মাঠে আল্লামা ইয়াহইয়ার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুম ইয়াহইয়ার ছেলে মাওলানা শোয়েব। জানাযায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বর্ষীয়ান আলেম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ১৯৪৭ সালের ১৫ই জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উলূমে তাফসীর, উলূমে হাদীস, উলূমে মানতেক ও উলূমে ফারায়েযের উপর তার ছিল অসাধারণ দক্ষতা। তিনি ২০২১ খ্রিস্টাব্দের ৮ই সেপ্টেম্বর  দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম (মহাপরিচালক) হিসেবে নিয়োগ লাভ করেন। এই পদে   নিযুক্তির আগে তিনি এই মাদ্রাসার মুহাদ্দিসের দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

আল্লামা ইয়াহইয়ার  জানাযার  আগে শনিবার  জোহরের নামাজের পর মাদ্রাসার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমীকে নতুন মুহতামিম নিযুক্ত করা হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস মানবজমিনকে বলেন, হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাব করা হয়। তবে তিনি দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। পরে আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমীকে  মহাপরিচালক ঘোষণা করা হয়। আর নায়েবে মুহতামিম মনোনীত হয়েছেন মাদ্রাসার প্রথম পৃষ্ঠপোষক আল্লামা আল্লামা হাফেজ শোয়াইব জমিরি। সহযোগী পরিচালক হিসেবে আছেন মুফতি জসিম উদ্দিন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status