ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এটা একটা স্বজনতোষী দুর্নীতিবান্ধব বাজেট

স্টাফ রিপোর্টার
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

প্রস্তাবিত বাজেটের সঙ্গে দেশের অর্থনৈতিক বাস্তবতার কোনো সঙ্গতি  নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, এটা একটা স্বজনতোষী, দুর্নীতিবান্ধব বাজেট। দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের কোনো উদ্যোগ বা দিকনির্দেশনা নেই। এই বাজেট বাস্তবায়ন করাও সম্ভব নয়। গতকাল দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।  মান্না বলেন, বাজেটে আইএমএফ’র শর্তের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করার কোনো পরিকল্পনা নেই বাজেটে। অর্থনৈতিক সংস্কারের বিষয়েও পরিষ্কার বক্তব্য নেই। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, প্রবাসী আয়ের যে প্রাক্কলন করা হয়েছে তা কল্পনাপ্রসূত।  আয় না থাকলেও টিআইএনধারীদের ২ হাজার টাকা পরিশোধের যে বিধান করা হয়েছে তা জনগণের পকেট কাটার আরেকটি উদ্যোগ।

বিজ্ঞাপন
মূল্যস্ফীতির লাগাম টানার কোনো পরিকল্পনা নেই এই বাজেটে।

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষনেতা বলেন, সরকার যেখানে রিজার্ভ সংকটের কারণে কয়লা আমদানি করতে পারছে না, তেল আমদানি করতে পারছে না; যে কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করতে হচ্ছে, সেখানে রিজার্ভ বাড়ানোর উদ্যোগ না নিয়ে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। লুটপাটের অবারিত সুযোগ তৈরি করার জন্যই এইসব প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। 

ডাকসু’র সাবেক এই দুইবারের ভিপি বলেন, এটা একটা স্বজনতোষী বাজেট। সরকার এবং সরকারি দল সংশ্লিষ্টদের দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেয়ার জন্যই এরকম একটা বাজেট উপস্থাপন করা হয়েছে। এই সরকারের কাছে এর চেয়ে বেশিকিছু আশা করাও যায় না। কারণ এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status