বাংলারজমিন
স্মার্ট বাংলাদেশ গড়তে ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে: চিফ হুইপ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
(৩ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১২:০৯ অপরাহ্ন

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তাহলো ছেলেমেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন অনেক সময় থাকবে না, যদি না দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারি। আর এজন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে আমাদের ছেলেমেয়েদের।'
শনিবার(২৭ মে) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মিউনিসিপাল এসোসিয়েসন অব বাংলাদেশ ( ম্যাব) এর আয়োজনে ফরিদপুর অাঞ্চলিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এ কথা বলেন।
এ সময় চিফ হুইপ পৌর মেয়রদের উদ্দেশ্যে বলেন,' ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে আধুনিক সেবা পৌছে দিতে হবে। ওয়ার্ডের ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌছে দিন। আমরা শিবচরে ৮শত ৮০টি সিসি ক্যামেরা স্থাপন করেছি গুরুত্বপূর্ণ সকল স্থানে। ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসসহ সকল জায়গা সিসি ক্যামেরার আওতায়।'
তিনি বলেন,'যখনই দেশ এগিয়ে যাচ্ছে, তখনই আবার ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছুদিন আগেও একটি দলের সভাপতি মঞ্চে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। তাদের এই খারাপ রাজনীতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।'
চিফ হুইপ আরও বলেন,'বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে শুধু তারাই খুনি না।
শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,' স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো.খাইরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব মো.জসিম উদ্দিন, স্থানীয় সরকার,মাদারীপুর এর উপ-সচিব নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস শহিদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মিউনিসিপাল এসোসিয়েসন অব বাংলাদেশ (ম্যাব) এর সভাপতি ও নীলফামারী পৌর সভার মেয়র মো. দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসাইন ইয়াদ, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.রাজিবুল ইসলামসহ ২৩ টি পৌরসভার মেয়র ও অন্যান্যরা।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]