ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

৯ই মের কারণে পিটিআইকে নিষিদ্ধ করা অগ্রহণযোগ্য: ফারুক হাবিব

মানবজমিন ডেস্ক

(১০ মাস আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৫ অপরাহ্ন

mzamin

গত ৯ই মে’র সহিংসতার কারণে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে নিষিদ্ধ করা অগ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন পিটিআই নেতা ফারুক হাবিব। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে এমন কোনো আইন নেই। বিচার বিভাগ এ ক্ষেত্রে অসহায় বলেও মন্তব্য করেন তিনি। 

হাবিব প্রশ্ন ছুঁড়ে দেন, ইমরান খানের অপরাধ কোথায়? তিনি বাক স্বাধীনতার পক্ষে কথা বলছেন এটাই তার অপরাধ? নাকি তিনি পাকিস্তানের দুর্নীতি ও সমস্যা তুলে ধরেছেন সেটাই আসল অপরাধ! পিটিআইর এ নেতা বলেন, আজ ইমরান খানের এই ভাবমূর্তিকে পছন্দ করছে না সরকার। তাই তারা তাকে ধ্বংস করে দিতে চায় যাতে ভবিষ্যতে কেউ আর মাথা তুলে না দাঁড়াতে পারে। আমি সম্মানের সঙ্গে বলতে চাই যে, এটি কখনোই হবে না। সরকার যদি দেশকে স্থিতিশীল রাখতে চায় তাহলে তাদেরকে এখনই নির্বাচন দিতে হবে।

তিনি সরকারকে সাবধান করে বলেন, পিটিআই সবসময় জনগণের দল ছিল। পিটিআইর ওপর নিপীড়ন চালিয়ে দেশের মানুষের মধ্যে শুধুমাত্র ঘৃণার বীজ বপন করা হচ্ছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status