ভারত
একই দিনে দিল্লি হাইকোর্টে স্বস্তি এবং অস্বস্তি রাহুল গান্ধীর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫১ অপরাহ্ন

দিল্লি হাইকোর্টে একই দিনে একসঙ্গে স্বস্তিতে এবং অস্বস্তিতে পড়লেন রাহুল গান্ধী। স্বস্তি এই কারণে যে দিল্লি হাইকোর্ট আগামী ১০ বছরের জন্যে তার সাধারণ পাসপোর্টে ছাড়পত্র দিয়েছে। সংসদ সদস্য পদ যাওয়ার পর রাহুল গান্ধীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে গিয়েছিলো। ন্যাশনাল হেরল্ড মামলার আবেদনকারী সুব্রামনিয়াম স্বামী আবেদন জানিয়েছিলেন যে বিদেশে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তাই রাহুল গান্ধীকে যেন পাসপোর্ট না দেওয়া হয়। আদালত এই আবেদন আগ্রাহ্য করে রাহুলের সাধারণ পাসপোর্ট মঞ্জুর করেছে। আগামী ১০ বছর রাহুল সাধারণ যাত্রীদের মতোই বিদেশ সফর করতে পারবেন। রাহুল গান্ধীর জন্যে এটি যদি হয় স্বস্তির খবর, অস্বস্তিরও খবর আছে। ন্যাশনাল হেরাল্ড মামলার আয়কর সংক্রান্ত বিষয়ে রাহুল গান্ধী সহ গোটা গান্ধী পরিবারের আর্জি খারিজ হয়ে গেছে। আয়কর রিটার্ন নিয়ে তাঁরা রায় পুনর্বিবেচনার যে আবেদন তারা করেছিলেন তা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এর ফলে রাহুল সহ সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এর ওপর চাপ বাড়লো।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]