খেলা
বাদ আফিফ, দলে এলেন মুমিনুলসহ সাত ক্রিকেটার
স্পোর্টস রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ‘এ’ দলের জার্সিতে মাঠে নামবেন মুমিনুল হক, শরিফুল ইসলাম, ইয়াসির আলিরা।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের চারদিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের তৃতীয় ম্যাচের দলে ডাকা হয়েছে নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, ইয়াসির আলি, মুমিনুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরি, শরিফুল ইসলামদের।
গতকাল শেষ ম্যাচের ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে সাতটি পরিবর্তন আনা হয়। এই ম্যাচে অধিনায়কত্ব করা আফিফ হোসেন বাদ দেওয়া হয় শেষ ম্যাচ থেকে। এছাড়া নেই সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ ও রিপন মণ্ডল।
তৃতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, মুশফিক হাসান, তানজিম হাসান।