ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

ভারত

বিরোধী ঐক্যে ফাটল, সংসদের উদ্বোধন অনুষ্ঠানে আরও তিন বিরোধী দল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

mzamin

নীতিশ কুমার, মমতা বন্দোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা যতই চেষ্টা করুন, বিজেপিবিরোধী ঐক্য যেন কিছুতেই দানা বাঁধছে না। বিরোধীদের বয়কট এর ডাক সত্ত্বেও ভারতের তিন বিজেপিবিরোধী দল রবিবার মোদির নেতৃত্বে সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ওড়িশার বিজু জনতা দলের নবীন পটনায়ক এবং অন্ধ্রর ওয়াই এস আর কংগ্রেসের জগন মোহন রেড্ডি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে বহুজন সমাজ পার্টির মায়াবতী, জনতা দল এস এর কর্ণধার দেবেগৌড়া এবং তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিলেন যে তাঁরা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। মায়াবতী পার্টির মিটিং থাকায় দিল্লি যেতে পারছেন না। কিন্তু দেবেগৌড়া ও চন্দ্রবাবু নাইডু ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে অংশ নেবেন। দেবেগৌড়া বলেছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নৈতিক দায়িত্ব আছে অনুষ্ঠানে উপস্থিত থাকার। তাছাড়া জনতা দল এস এর নেতা মনে করেন, সংসদ ভবন বিজেপির একার সম্পদ নয়। সব রাজনৈতিক দলের অধিকার আছে সংসদ ভবনের ওপর। কুড়িটি বিজেপিবিরোধী রাজনৈতিক দল রবিবারে অনুষ্ঠানে অংশ নিচ্ছে না, কিন্তু বিজেপিবিরোধী জোটে যে সাময়িক একটা ফাটল ধরলো তা বলাই বাহুল্য। 

পাঠকের মতামত

ভারতে অসংখ্য আঞ্চলিক রাজনৈতিক দল আছে, যাদের সিংহ ভাগেরই সমগ্র ভারত জুড়ে সাংগঠনিক অবস্হা নেই। সাড়া ভারত জুড়ে সাংগঠনিক অবস্হা আছে বিজেপি আর কংগ্রেস এর। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থেকে কংগ্রেস আগের অবস্হানে নেই। তাই বিজেপি বিরোধী ঐক্য গড়তে হলে এই আঞ্চলিক দল গুলোকে এক সাথ করে বৃহত্তর মোর্চা গঠনের বিকল্প নেই। বাস্তবতা হলো জীবন্ত ব্যাঙ্গ যেমন এক সাথ করে পাল্লায় উঠিয়ে মাপা কঠিন, তেমনি এ সব আঞ্চলিক দল গুলোকেও একসাথ করা অনেক কঠিন। বিজেপি তাদের পথ পরিষ্কার করার জন্য আঞ্চলিক এসব দলের প্রধানদের নিয়ে " কৌশলী " খেলা খেলবে, এটাই স্বাভাবিক।

Mashbah Uddin Mishu,
২৬ মে ২০২৩, শুক্রবার, ৩:১৫ পূর্বাহ্ন

এই হোল রাজার নীতি যেখানে নীতিমালা নীতির সঙ্গা প্রতিমুহূর্তে পাল্টে যায়।

আনিস উল হক
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:১২ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status