শিক্ষাঙ্গন
৮ই জুন থেকে এইচএসসি’র ফরম পূরণ
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ৩০ মে ২০২২, সোমবার, ৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৫ অপরাহ্ন

ফাইল ছবি
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৮ই জুন শুরু হবে। যা চলবে ২২শে জুন পর্যন্ত। অনলাইনে আবেদন ফি দেয়া যাবে ২৩শে জুন পর্যন্ত।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, পরীক্ষার্থীদের আগামী ৮ই জুন থেকে শুরু করে ২২শে জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ই জুন প্রকাশ করা হবে। বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দুই হাজার ৩৩০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক এক হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাবোর্ড জানায়, কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না। কোনো অবস্থায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।