শিক্ষাঙ্গন
জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম: ঢাকা বোর্ড চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৯ মে ২০২২, রবিবার, ৮:০৩ অপরাহ্ন

চলতি বছরেও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) হবে কী না এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষামন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আজ সাংবাদিকদের বলেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেয়া অনেক কষ্টকর হবে। তাই পরীক্ষা হবার সম্ভাবনা কম। তবে পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারবো।
চেয়ারম্যান আরো বলেন, আগামী ১৯শে জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২শে আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর খুব কম সময়ই পাওয়া যাবে।
এছাড়া জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক হোক অষ্টম শ্রেণি উত্তীর্ন হলে শিক্ষার্থীরা সনদ পাবে। কারণ এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে বলে তিনি জানান।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমপানী নিয়েও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পাঠকের মতামত
There should be only one examination through grade twelve - HSC. No more PSC, JSC, or SSC examinations.