কলকাতা কথকতা
হিন্দু শ্মশানের রাস্তার জমি দিলেন মুসলমান পাঁচ ভাই, শ্মশানকালীর পুজোয় ভোগ রাঁধলেন নুসরাত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৯ মে ২০২২, রবিবার, ১১:৪৮ পূর্বাহ্ন
কদিন আগে বসিরহাট সংসদ ক্ষেত্র জুড়ে পোস্টার পড়েছিল- তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই... বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে নিয়ে নিখোঁজের এই পোস্টার নিয়ে কম হইচই হয়নি। সেই নুসরাতকে দেখা গেল মথুরাপুর আর গোবিন্দপুরের সংযোগস্থলে খোলাপোতায় ভদ্রকালী মন্দিরে মায়ের ভোগ রাঁধছেন। রীতিমতো লাল শাড়ি পড়ে খোলা চুলে খুন্তি ধরলেন নুসরাত। রান্না করলেন খিচুড়ি। নুসরাতের রান্নার হাত ভালো। চেটেপুটে গ্রামবাসী খেলেন সাংসদের নিজের হাতে রান্না করা খিচুড়ি আর লাবড়া। সম্প্রীতির বাতাস বয়ে গেল খোলা পোতার কালিমন্দিরে। এই মন্দির অবশ্য ইতিমধ্যেই সম্প্রীতির শিখরে। হিন্দুদের শ্মশানে যাওয়ার রাস্তাটি ছিল অতি সংকীর্ণ। পাঁচ মুসলিম ভাই এগিয়ে এলেন।
পাঠকের মতামত
ভাল কাজ। তবে দেখেন, না দিলে পুরো জমিই রাস্তা হতো। আরেক রাজ্যে মন্দীরের রাস্তা চওড়া করতে মসজিদের জায়গা দেয়া হলো। এখন মসজিদটিই অস্তিত্ব হীন হওয়ার পথে।