ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

নতুন রাজনৈতিক মঞ্চ নিয়ে আলোচনা

৭ দলের বৈঠক আজ

স্টাফ রিপোর্টার
২৯ মে ২০২২, রবিবার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে সাতটি দল। ভবিষ্যৎ করণীয় ঠিক করতে আজ রাজধানীর উত্তরায় বৈঠকে বসবেন দলগুলোর শীর্ষ নেতারা এদিন সকাল ১১টায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলনের নেতারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, আগামীকাল রব ভাইয়ের বাসায় আমাদের বৈঠক রয়েছে। 
বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন নয়, এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে নতুন মঞ্চ গড়তে চাওয়া দলগুলো। আন্দোলনে যেতেও একমত সবাই। এ অবস্থায় ভবিষ্যৎ করণীয় ঠিক করতে বৈঠক করবেন দলগুলোর শীর্ষ নেতারা। চলতি মাসের ২৩শে মে আসম রবের বাসায় এ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় বৈঠক হয়নি। এর আগে চলতি বছরের ২৮শে এপ্রিল রাজধানীর নগর গণস্বাস্থ্য কেন্দ্রে প্রথম বৈঠকে বসেন ৭ দলের শীর্ষ নেতারা। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status