ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ মে ২০২২, রবিবার
mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়াও হবে না। এই ভোট ডাকাত ও মাফিয়া সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকার কায়েম করা হবে। আর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গঠিত নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। ঝিনাইদহ জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, বিনা পয়সায় সার দিবে, আর দশ টাকা কেজি দরে চাল খাওয়াবে। টাকা ছাড়া ঘরে ঘরে কেউ চাকরি পায়নি। তাও আওয়ামী লীগ না করলে কারও চাকরি হয়নি। দেশের মানুষ সর্বোচ্চ মূল্য দিয়ে এখন চাল কিনে খাচ্ছেন। কোনো কৃষক সারও বিনা পয়সায় পায়নি। এ সরকার প্রতারণা ও ভাঁওতাবাজির সরকার।

বিজ্ঞাপন
আওয়ামী লীগ এ দেশে মাফিয়াতন্ত্র কায়েম করে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। তাই এ সরকারকে মাথা নিচু করেই ক্ষমতা ছাড়তে হবে। তারপরও তাদের রেহাই নেই। ভোট ডাকাতি, গণতন্ত্র হত্যা, বিপন্ন মানবাধিকার, মানুষ হত্যা, খুন ও গুমের কারণে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপি’র মহাসচিব বলেন, চরম দুঃশাসনে দেশবাসী যখন দিশাহারা তখন আলোকবর্তিকা হয়ে আমাদের মাঝে মুক্তির ঝাণ্ডা নিয়ে এসেছেন তারেক রহমান। তার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সত্যিকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার কায়েম করা হবে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে ফখরুল বলেন, ছাত্রলীগের অস্ত্রধারী গুণ্ডারা ছাত্রদলের ছেলেদের ওপর ঝাঁপিয়ে পড়েই ক্ষান্ত হয়নি, তারা নারীদের নির্যাতন করেছে। অনেক নারী আইসিউতে চিকিৎসাধীন। তাদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ছাত্রলীগ তাদের ফ্যাসিস্ট রূপ আবারো প্রকাশ করেছে। তিনি বলেন সন্ত্রাস ও পুলিশকে কাজে লাগিয়ে এই ভোট ডাকাতির সরকার খুলনা ও পটুয়াখালীতে বিএনপি’র ওপর হামলা করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ আর পারবে না। এবার জনগণ জেগে উঠেছে। জনতার উত্তাল ক্ষোভ শক্তিতে পরিণত হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মসিউর রহমান বলেন, ত্যাগ না করলে মুক্তি নেই। বৃদ্ধ বয়সে আমার নামে ২৮টি গায়েবি মামলা। ১০ বছরের জেল নিয়ে আমি রাজনীতি করছি। জানি না- এটাই আপনাদের সঙ্গে শেষ দেখা কিনা। 
জেলা বিএনপি’র আহ্বায়ক এড. এস এম মশিয়ূর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. এম এ মজিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপি’র জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক প্রমুখ।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status