ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

২০২৩ সালেই সরকার পরিবর্তন হবে

স্টাফ রিপোর্টার
২৯ মে ২০২২, রবিবার
mzamin

সারা দেশে বিরোধী ও ভিন্নমতের মানুষের ওপর বর্তমান সরকারের দমন-পীড়ন, হামলা-মামলার প্রতিবাদ ও গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার সকালে সমাবেশের পূর্বে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে পল্টন মোড়ে সমাবেশে দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, দেশের অর্থনীতি ফরমালিন অর্থনীতি হয়ে গেছে। সরকার ফরমালিন দিয়ে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। আমি ভবিষ্যদ্বাণী করে দিলাম। এই সরকার যেভাবে টাকা পাচার করেছে, অল্প সময়ের মধ্যে দেশকে শ্রীলঙ্কার মতো পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতি যখন ভেঙে পড়বে, তখন মন্ত্রী-এমপিরা বউ-বাচ্চা নিয়ে বিদেশে চলে যাবে। কারণ তারা সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারবেন, পত্র-পত্রিকায় আসবে- তাদের স্বজনরা কি পরিমাণ টাকা পাচার করেছে। অনেকে সেগুলো নিয়ে ধরা পড়েছে। এই সব টাকা ফেরত আনা হবে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এই সরকার পালানোর পথ পাবে না।

বিজ্ঞাপন
ক্ষমতা পরিবর্তন হলে এই সকারের নেতারা বিদেশে পালিয়ে যাবে, তার জন্য তারা বিমানের অগ্রিম টিকিটও কেটে রেখেছে। 
তিনি বলেন, ২০২৪ সাল লাগবে না, ’২৩ সালেই ক্ষমতার পরিবর্তন হবে। সরকারের এত দমন-পীড়নের পরও ভিন্নমতের যারা মাঠে আছেন তাদের আমরা সাধুবাদ জানাই। 
সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আপনারা হয়তো নেশায় বুঁদ হয়ে আছেন, আপনাদের বলবো আশেপাশে একটু খোঁজখবর রাখবেন। নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কীভাবে প্রশাসনের লোকদের উচিত শিক্ষা দিয়েছে, সেটা মনে রাখবেন আপনারা। 
যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, এই সরকার মানুষকে বন্দুকের নল দেখিয়ে চুপ রাখতে চায়, কিন্তু তাদের যে পায়ের নিচে মাটি নেই, ক্ষমতায় থাকার মতো জনভিত্তি নেই, সেটি ভুলে গেছে। ফ্যাসিস্ট সরকার শেষের দিকে এভাবেই মরণকামড় দেয়। নির্যাতন- নিপীড়নের মাত্রা যত বাড়বে, ক্ষমতার মসনদ তত নড়বড়ে হবে। সকলকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতনের আন্দোলন শিগগিরই শুরু করবে গণঅধিকার পরিষদ।
যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, এই সরকারের আমলে যতগুলো গুম ও খুন হয়েছে সবগুলোর বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে। সরকার ২০২৩ সালের নির্বাচন নিয়ে ’১৪ কিংবা ’১৮ সালের মতো ছক আঁকছে। জনগণ সেই ছক বাস্তবায়ন করতে দিবে না।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজুর রহমান,  সোহরাব হোসেন, কর্নেল মিয়া মশিউজ্জামান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, ফাতেমা তাসনিম, সহকারী আহ্বায়ক এড. এরশাদ সিদ্দিকী, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status