ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

মিয়ানমার ইস্যুতে মতৈক্যে আসতে ব্যর্থ নিরাপত্তা পরিষদ

মানবজমিন ডেস্ক
২৯ মে ২০২২, রবিবার
mzamin

মিয়ানমার সংকট ইস্যুতে ঐকমত্যে আসতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটিতে যে মানবিক পরিস্থিতি এবং আঞ্চলিক পরিকল্পনায় শান্তি পুনঃস্থাপনে সীমিত অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিতে ব্যর্থ হয় পরিষদ। কারণ, এই উদ্যোগকে আটকে দেয় চীন এবং রাশিয়া। চীন এবং বৃটেন এ বিষয়ক একটি প্রস্তাবের খসড়া করেছিল। তা নিয়ে শুক্রবার দিনভর তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিষদ ব্যর্থ হওয়ার জন্য এই দুটি দেশ একে অন্যকে দায়ী করেছে। এরপরই মিয়ানমার ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক হয়। লন্ডন বলছে, এ ইস্যুতে চীনের চাওয়া এত বেশি ছিল যে, তাতে আলোচনা ভেস্তে যায়। ওদিকে জাতিসংঘে চীনের একজন মুখপাত্র দিনশেষে বলেন, ওই প্রস্তাবের ওপর একমত হওয়ার ক্ষেত্রে কিছুটা মতবিরোধ আছে, যা অতিক্রম করা সম্ভব ছিল না। এই সমঝোতা প্রক্রিয়া ছিল প্রাইভেট।

বিজ্ঞাপন
তাই নিরাপত্তা পরিষদের একজন কূটনীতিক নাম প্রকাশ না করে বলেছেন, চীন এবং রাশিয়া এই প্রস্তাবের বেশকিছু অংশ নিয়ে আপত্তি উত্থাপন করেছিল। মূল প্রস্তাবে বলা হয়েছে, কমপক্ষে এক বছর আগে আসিয়ান মিয়ানমারের সংকট সমাধানে যে ৫ দফা পরিকল্পনা ঘোষণা করেছিল, তার অগ্রগতি সীমিত। এ বিষয়ে নিরাপত্তা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন।

 

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status