ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আজাদি মার্চে মানুষ কম হওয়ায় দলীয় নেতাদের ওপর ক্ষুব্ধ ইমরান

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২২, শনিবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৮ অপরাহ্ন

mzamin

আজাদি মার্চে আশানুরূপ সমর্থক জড়ো করতে না পারায় দলের নেতাদের ওপরে ক্ষুব্ধ পিটিআই প্রধান ইমরান খান। তার ঘোষণা করা ওই মার্চে যে পরিমাণ মানুষ আসবেন বলে তিনি আশা করেছিলেন বাস্তবে তা দেখা যায়নি। আর এ জন্য দলের নেতাদের ব্যর্থতাকেই দায়ী করছেন ইমরান। জিও টিভির রিপোর্টে বলা হয়েছে, পিটিআই সরকার যখন ক্ষমতাচ্যুত হয়েছিল তখন মানুষ নিজে থেকে যেভাবে ইমরান খানের সমাবেশে যোগ দিয়েছে, আজাদি মার্চে সেরকম না হওয়ায় হতাশ তিনি। 

পাঞ্জাবে পিটিআই’র জাতীয় পরিষদে ৮৩ আসন এবং প্রাদেশিক পরিষদে ১৫৯ আসন রয়েছে। অথচ সেখানে শুধু লাহোরে কিছু মানুষ আজাদি মার্চের সমর্থনে জড়ো হয়, যা সংখ্যায় ছিল ধারনার তুলনায় অনেক কম। সিন্ধু প্রদেশে পিটিআই নেতারা কোনো রাজনৈতিক কার্যক্রমই করেন নি। অপরদিকে রাওয়ালপিন্ডি থেকেও কেউ আজাদি মার্চে যোগ দেয়নি। কিছু কিছু ক্ষেত্রে পিটিআই নেতাদেরই খুঁজে পাওয়া যায়নি। এসব নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ইমরান খান। 
তবে পিটিআই নেতারা নিজেদের সমর্থন করে জানিয়েছেন, তাদেরকে যথেষ্ট সময় দেয়া হয়নি তাই তারা এত বড় মার্চের জন্য মানুষ জড়ো করতে পারেনি। 

২৫মে মার্চ শুরুর সিদ্ধান্তটি অনুচিত হয়েছে বলে মনে করেন পিটিআই নেতারা। কারণ তারা মার্চের জন্য গাড়ির ব্যবস্থা করতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন
কেউ কেউ জিও টিভিকে জানান, আমরা কীভাবে তখন ইসলামাবাদ যাব? গিয়ে কই থাকবো? আমাদের খাবারের ব্যবস্থা হবে কীভাবে? এ জন্য তারা অনেকেই ইমরান খানকে মার্চের সময় পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু পিটিআই চেয়ারম্যান সরকারকে সারপ্রাইজ দিতে ২৫শে মে মার্চ শুরুর নির্দেশ দেন। তার আশঙ্কা ছিল, সময় বাড়ানো হলে সরকারও মার্চ ঠেকাতে প্রস্তুতি নিতে পারবে। 

ইমরান খান ভেবেছিলেন তার ডাকে এত মানুষ জড়ো হবেন যে সরকারের সকল আত্মবিশ্বাস তাতে ধ্বংস হয়ে যাবে। ইসলামাবাদে বিশাল জনসমুদ্রের সৃষ্টি হবে। পুলিশের পক্ষেও এই মানুষের স্রোত আটকানো সম্ভব হবে না। কিন্তু বাস্তবে সেটি না হওয়ায় হতাশ পিটিআই প্রধান। তবে ইমরান খানের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ আছে দলের নেতাদের মধ্যেও। ইসলামাবাদ থেকে ফেরার আগে ইমরান সরকারকে ৬ দিনের আল্টিমেটাম দেন। এরইমধ্যে নির্বাচন ঘোষণা না হলে তিনি আবারও ইসলামাবাদে তার সমর্থকদের নিয়ে আসবেন বলে হুমকি দেন। 

তবে তার সঙ্গে একমত নন পিটিআই দলের নেতারা। দলটির ভেতরে থাকা সূত্রের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, ৬ দিন পর পিটিআই আবারও ইসলামাবাদে যাবে এমনটা বিশ্বাস করেনা অনেক নেতাই। দলের কয়েকজন এমএনএ এবং এমপিএ বলেন, দুইদিন আগের আজাদি মার্চেই যে মানুষেরা আসেন নি, তারা আবার কদিন পর ইসলামাবাদ যাবেন কেনো? কোনোভাবে যদি ইসলামাবাদে আবার সমাবেশ করাও যায় তাহলেও এই সরকারের পতন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার মতো মানুষ তারা কোথায় পাবেন?

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status