ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

যুদ্ধে ইউক্রেনের ক্ষতি ৬০০ বিলিয়ন ডলার

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২২, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

mzamin

গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর গত ৪ মাসের যুদ্ধে দেশটির প্রায় ৬০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কিয়েভের স্কুল অব ইকোনোমিকস (কেএসই) এক রিপোর্টে এ তথ্য দিয়েছে। রুশ হামলায় যেসব বাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে, সেই ক্ষতিও এই রিপোর্টে যুক্ত করা হয়েছে। এছাড়া জিডিপি হ্রাস, বিনিয়োগ হারানো, কর্মীদের দেশ ত্যাগ, প্রতিরক্ষা ব্যয় এবং সামাজিক ক্ষতি সবই এই ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, শুধু অবকাঠামোগত ক্ষতিই হয়েছে ১০৫ বিলিয়ন ডলার। মারিউপোলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর এখন রাশিয়ার অধীনে। এসব শহর দখল করতে গিয়ে ব্যাপক বোমা ফেলেছে রাশিয়া। যেসব শহর দখল করতে পারেনি তাতেও বোমা পড়েছে। খারকিভ এবং চেরনিহিভের অবস্থা ভয়াবহ।

বিজ্ঞাপন
ডনবাসের যেসব শহর ভালো প্রতিরোধ গড়ছে তাই ধ্বংস হয়ে যাচ্ছে। এসব শহরেই মূলত আবাসিক ভবন সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। 
পাশাপাশি ইউক্রেনীয় কোম্পানিগুলো প্রায় ১১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতিতে পড়েছে। এরমধ্যে গত এক সপ্তাহেই ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। যুদ্ধে দুই শতাধিক ইউক্রেনীয় কোম্পানি, কারখানা এবং প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে কিংবা রাশিয়া দখল করে নিয়েছে। ক্ষতিগ্রস্থ ইউক্রেনীয়রা যাতে তাদের ক্ষতি রিপোর্ট করতে পারে তাই কেএসই’র ওয়েবসাইটে একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে ইউক্রেনের এক সাবেক অর্থমন্ত্রী দাবি করেছিলেন, ইউক্রেনকে পুনরায় গড়ে তুলতে ৭৫০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status