খেলা
স্টার্লিংয়ের ব্যাটে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড
স্পোর্টস রিপোর্টার
১ এপ্রিল ২০২৩, শনিবার
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে আসে আচমকা ঘোষণা। নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রামে পাঠিয়ে নেতৃত্ব তুলে দেয়া হয় পল স্টার্লিংয়ের হাতে। আর ‘ছোট’ দলের বড় তারকা স্টার্লিং সিরিজের শেষ ম্যাচে তুললেন ব্যাটে ঝড়। এতে দাপুটে জয় দিয়ে সিরিজ শেষ করলো আইরিশরা। এড়ালো হোয়াইটওয়াশ। গতকাল চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় আয়ারল্যান্ড। জহুর আহেমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২৫ রান তাড়া করে ৩৬ বল বাকি রেখেই জয় তুলে নেয় সফরকারিরা। ব্যাট হাতে ৪১ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন স্টার্লিং। ১০ চার ও ৪টি ছয়ের মারে নিজের ইনিংস সাজান আইরিশ অধিনায়ক। আয়ারল্যান্ডের হয়ে ১২৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ২২তম ফিফটি।
বিজ্ঞাপন