ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিলেটে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

ওয়েছ খছরু, সিলেট থেকে
২৮ মে ২০২২, শনিবার

সিলেটে বন্যাদুর্গত এলাকায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ শতাধিক। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। এজন্য আগামী কয়েক দিন পানি ফুটিয়ে পান করার কথা জানিয়েছেন তারা। তাদের মতে- এখনো বন্যার পানি নামেনি। টিউবওয়েল কিংবা সিটি করপোরেশনের পানির লাইন অনেক জায়গায় পানির নিচে। এ কারণে যেকোনো পানিই এখন ফুটিয়ে কিংবা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পান করতে হবে। যেসব এলাকায় এই নিয়ম মানা হচ্ছে না সেখানেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

বিজ্ঞাপন
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন, বন্যার শুরু থেকে এ পর্যন্ত আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পানি বিশুদ্ধকরণে। ইতিমধ্যে প্রায় দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া, সিটি করপোরেশন থেকে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, পানির মাধ্যমে ডায়রিয়া হয়। বন্যার পানি কমতে শুরু করার পর থেকে সিলেট জেলা ও মহানগরে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব শুরু হয়। সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল পর্যপ্ত ৫ শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে ১৪ জনকে সিলেটের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার অবধি ১১৪ জন ডায়রিয়ার রোগী ছিলেন। কিন্তু পরের চারদিনে তা ৫শ’র উপরে পৌঁছেছে। সিলেটের সিভিল সার্জন ডা. মো. শাহরিয়ার হোসেন জানিয়েছেন, ডায়রিয়ায় রোগী বাড়লেও আমরা উৎকণ্ঠিত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে যারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা সুস্থ হয়ে উঠছেন। কেউই ঝুঁকির মধ্যে নেই। তিনি জানান, এরপর আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। শুধু ডায়রিয়াই নয়, পানিবাহিত যেকোনো রোগেই যাতে লোকজন না ভোগেন সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এদিকে বন্যা-পরবর্তী সময়ে রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল সার্জন কার্যালয় থেকে ১৪০টি এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে সর্বোচ্চ ১৬টি করে মেডিকেল টিম রয়েছে। এছাড়া কানাইঘাটে ১২টি, জৈন্তাপুরে ১১টি, বিশ্বনাথে ১১টি, গোয়াইনঘাটে ১০টি, জকিগঞ্জে ১০টি, সদর উপজেলায় ১০টি, ফেষ্ণুগঞ্জে ১০টি, ওসমানীনগরে ৯টি, দক্ষিণ সুরমায় ৮টি, বালাগঞ্জে ৭টি ও কোম্পানীগঞ্জে ৭টি টিম কাজ করছে। এর বাইরে জেলা শহরের জন্য ৩টি টিম রাখা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, ১৪০টি মেডিকেল টিম ইউনিয়ন থেকে শুরু করে নগরীতেও কাজ করছে। এসব টিমে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা রয়েছেন। প্লাবিত এলাকাগুলোর সবখানে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে, সেজন্য প্রত্যেক টিমকে নির্দেশনা দেয়া আছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, নগরে আগে ৩টি মেডিকেল টিম ছিল। আজ শনিবার থেকে আরও ৩টি বাড়ানো হচ্ছে। এছাড়া, প্রতিটি ওয়ার্ডে মনিটরিংয়ের জন্য আরও দু’জন করে স্বাস্থ্যকর্মী কাজ করছে। এদিকে, নগরের সুরমা তীরবর্তী এলাকাগুলো বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। গতকাল নগরীর কালিঘাট এলাকায় কামরান-আসমা হেলথ কেয়ারের উদ্যোগের প্রায় ৫শ’ মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও বন্যার্ত মানুষের জন্য চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। অনেক মানুষ নানা অসুখ, বিসুখে আক্রান্ত। এই মুহূর্তে খাদ্যের পাশাপাশি তাদের চিকিৎসা দেয়া প্রয়োজন। এ কারণে আমরা মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা ও ওষুধ দিচ্ছি। এতে করে বন্যা আক্রান্ত মানুষ স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আমরা মনে করছি। ২৪নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি বিতরণ: বন্যা পরবর্তী সময়ে নগরীর অধিকাংশ এলাকার বাসিন্দা বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। এদিকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ চৌধুরীর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর ২৪নং ওয়ার্ডের তেররতন বাজার এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে পিকআপ ভ্যানে করে বিশুদ্ধ পানির জার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলার সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাবুল চৌধরী, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দীন মাসুম, ২২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য রফিকুল ইসলাম রফিক, ২৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম মল্লিক প্রমুখ।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status