ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

‘পি কে হালদারকে ফেরাতে সর্বাত্মক কার্যক্রম চলছে’

স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২২, শনিবার
mzamin

দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন, অর্থ পাচারের সঙ্গে জড়িত (পি কে হালদারের বিচার ভারত ও বাংলাদেশের আদালতে হবে। গ্রেপ্তার  হওয়া পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালানো হচ্ছে। গতকাল সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ড. মোজাম্মেল হক খান কলেজে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. মোজাম্মেল হক খান বলেন, পি কে হালদার বাংলাদেশের নাগরিক, দেশের অর্থ পাচারের সঙ্গে জড়িত। অর্থ পাচার কর্মকাণ্ডের মহানায়ক। গ্রেপ্তার পি কে হালদারের সহযোগীরা অর্থ পাচারের বিষয়টি আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। পিকে হালদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারলে আরও অজানা তথ্য বেরিয়ে আসবে। এসব তথ্য মামলা নিষ্পত্তি করতে সহায়তা করবে।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া দুদকের মূল কাজ উল্লেখ করে মোজাম্মেল হক খান বলেন, যারা দেশের টাকা পাচার করছে এবং করেছে, তাদের নামের তালিকা করা হচ্ছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে এবং যেসব অপরাধী পালিয়ে দেশের বাইরে গেছে, তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সততা মেধা যুক্তির চর্চার মাধ্যমে আগামী প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মননশীলতার উন্মেষ ঘটাবে।

বিজ্ঞাপন
দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো কলেজ মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ নিয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলার পাঁচখোলায় ড. মো. মোজাম্মেল হক খান কলেজে দুর্নীতি বিরোধী আন্তঃকলেজ মডেল বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশের সহযোগিতায় ২ দিনব্যাপী আয়োজিত এই কর্মশালা এবং বিতর্ক প্রতিযোগিতায় মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা হতে কলেজ পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (৪৮টি) ৩০০ জন বিতার্কিক ও ৪৮ জন মেন্টর অংশগ্রহণ করেছে। 
অনুষ্ঠানের বিশেষ অতিথি এ কে এম সোহেল (মহাপরিচালক দুদক) বলেন, তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা প্রথিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এই মডেল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে। পর্যায়ক্রমে দুর্নীতি বিরোধী এই প্রতিযোগিতা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে চৌকস বিতার্কিক প্রস্তুত করা হবে। যারা ২০৪১ সালে দুর্নীতি বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। 
দুর্নীতি বিরোধী এই মডেল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার (অনুসন্ধান)  ড. মো. মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল, পরিচালক (ঢাকা বিভাগ) মো. আখতার হোসেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন এর চেয়ারম্যান বাংলাদেশ এ কে এম শোয়েব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status