ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রাহুল গান্ধীকে এক মাসের উচ্ছেদ নোটিশ

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩২ অপরাহ্ন

mzamin

লোকসভার সদস্যপদ বাতিল হওয়ার পর এবার এক মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ২০০৪ সাল থেকে তিনি তুঘলক লেনের ওই বাংলোতে অবস্থান করছেন। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, দুদিন আগে রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। এরপর সোমবার লোকসভার হাউজিং বিষয়ক একটি প্যানেল তাকে ওই বাংলো থেকে উচ্ছেদ নোটিশ দেয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তিনি মানহানিকর মন্তব্য করেছেন বলে গুজরাটের সুরাটের এক আদালত রাহুলকে দুই বছরের জেল দেন। এরপরদিনই লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্যসভায় তার সদস্যপদ বাতিল করেন। এ নিয়ে পুরো ভারতে তোলপাড় চলছে। এর প্রতিবাদে কংগ্রেস দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে। গুজরাটের আদালতের ওই রায়ের বিরুদ্ধে কংগ্রেস যখন আপিল করবে বলে জানিয়েছে, তার মধ্যেই রাহুলের প্রতি আরেকটি ধাক্কা এলো হাউজিং প্যানেল থেকে। এসবের জবাবে কংগ্রেসের এমপি এবং ন্যাশনাল মুখপাত্র ড. নাসির হুসেইন বলেছেন, বিজেপির কাছ থেকে এটাই তো প্রত্যাশা করা যায়।

বিজ্ঞাপন
কারণ, বিজেপি ডাকিনিবিদ্যা ব্যবহার করছে। ভিন্নমতাবলম্বীদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে তারা সব রকম কৌশল ব্যবহার করছে। তারা আমাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে পার্লামেন্ট থেকে দূরে রাখছে। এটা নতুন কিছু নয়। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status