ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

স্কটল্যান্ডে প্রথম মুসলিম নেতা হামজা ইউসুফ নির্বাচিত

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন

mzamin

স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসুফ। এর মধ্য দিয়ে তিনি এ দলটির প্রথম সংখ্যালঘু সম্প্রদায় নেতা নির্বাচিত হলেন। অর্থাৎ তিনিই হচ্ছেন প্রথম দক্ষিণ এশিয়ান এবং একজন মুসলিম নেতা, যিনি স্কটল্যান্ডে সরকারের নেতৃত্ব দেবেন। তার পূর্বসুরি নিকোলো স্টার্জেনের অধীনে দলটিতে বিভক্তি গভীর হয়। এরপর দলীয় প্রধান নির্বাচনে ব্যাপক প্রচারণা চালান হামজা ইউসুফ। ফলে মঙ্গলবার হলিরুডে নমিনাল ভোটে তিনি হতে যাচ্ছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এসএনপির ন্যাশনাল সেক্রেটারি লোরনা ফিন নির্বাচনের ফল ঘোষণা করেন। দলীয় নেতা নির্বাচনে ভোট পড়েছে শতকরা ৭০ ভাগ। এতে হামজা ইউসুফ পেয়েছেন ২৪,৩৩৬ ভোট।

বিজ্ঞাপন
তার প্রতিদ্বন্দ্বী কেট ফরবিস পেয়েছেন ২০,৫৫৯ ভোট। আর অ্যাশ রিগ্যান পেয়েছেন ৫৫৯৯ ভোট। দ্বিতীয় পর্যায়ের ভোটে ইউসুফ পেয়েছেন ২৬,০৩২ ভোট। অন্যদিকে ফরবিস পেয়েছেন ২৩,৮৯০ ভোট। 

হামজা ইউসুফ স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এবং সবচেয়ে অভিজ্ঞ প্রার্থী ছিলেন। কারণ তিনি আইন ও পরিবহন বিষয়ক মন্ত্রণালয় দেখায় ছিলেন অভিজ্ঞ। ফলে তার মধ্য-ডানপন্থি প্রতিদ্বন্দ্বী কেট ফরবিসকে সহজেই পরাজিত করেছেন। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন নিকোলা স্টার্জেন। এরপরই শুরু হয়ে যায় পরবর্তী নেতা নির্বাচন এবং এ পদে প্রতিদ্বন্দ্বিতা। নতুন দায়িত্বে আসা ব্যক্তির ওপর নির্ভর করবে এসএনপির ভবিষ্যত গতিবিধি। এরই মধ্যে মধ্য-বাম ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন হামজা ইউসুফ। এতে যুক্ত থাকবে নিকোলা স্টার্জেনের এজেন্ডাগুলোও। তবে প্রচারণার সময় তিনি বার বার বলেছেন, নিজের মতো করে চলবেন। স্টার্জেনের গুরুত্বপূর্ণ নীতি থেকে নিজের দূরত্ব বজায় রাখেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status