ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

যে কথা ঘুরেফিরে আসে

এক বিয়েতে খরচ ৫৫ কোটি রুপি

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন

mzamin

এক বিয়েতে খরচ ৫৫ কোটি রুপি। আমন্ত্রিত অতিথি ছিলেন কমপক্ষে ৩০ হাজার। ৪২টি দেশ থেকে এসব অতিথি ওই বিয়েতে যোগ দিয়েছিলেন। এর মধ্যে ছিলেন চলচ্চিত্রের বিখ্যাত সব তারকারা, বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা। আর তো ছিল বিলাসী আয়োজন। ঘটনাটি আজকের না হলেও তা আবার স্মরণ করিয়ে দিয়েছে অনলাইন টাইমস নাউ। এতে বলা হয় ভারতের কেরালাভিত্তিক বিলিয়নার বি রবি পিল্লাই এক সময় প্রমাণ করেছেন অর্থ হলে সব কেনা যায়। এমনকি কোনো বিয়ের অনুষ্ঠানেও দেখানো যায় আভিজাত্য। আরপি গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা বি রবি পিল্লাই। ২০১৫ সালে তার মেয়ে ডাক্তার আরতি রবি পিল্লাইয়ের বিয়ে দেন।

বিজ্ঞাপন
কেরালার কোল্লামে অনুষ্ঠিত সেই বিয়ের আয়োজন ছিল নজরকাড়া। সচরাচর এতো বিলাসী আয়োজনের খবর পাওয়া যায় না। কোচিভিত্তিক ডাক্তার আদিত্য বিষ্ণুর সঙ্গে মেয়েকে বিয়ে দেন তিনি। পদ্মফুল থিমে সাজানো হয়েছিল সেদিন পূজামণ্ডপ। সাজানো হয়েছিল ফুলে ফুলে শোভিত হাতির মূর্তি। ছিল মোমবাতির আলো।

 কোল্লামে রাজস্থানের মতো রীতি ফুটিয়ে তুলতে এ আয়োজন নিয়ে ৭৫ দিন ধরে কাজ করেন ডিজাইনার সাবু সাইরিল। বিয়ের অনুষ্ঠানে কনে আরতি পিল্লাই ছিলেন অভূতপূর্ব ডিজাইন করা লাল সিল্কের শাড়ি পরা। এর ডিজাইন করেছিলেন মানিশ মালহোত্রা। এ ছাড়া ডাক্তার আরতি পিল্লাই নিজেকে সাজিয়েছিলেন স্বর্ণালংকারে। এর মধ্যে ছিল একটি কণ্ঠহার, ঝুলন্ত হার, কমরবন্ধ, বাজুবন্ধ, মাথাপট্টি এবং চুরি। 
বিশাল এক রথে চড়ে আগমন ঘটে বরের। বিয়ের এই অনুষ্ঠান ছিল তারকাখচিত। এর মধ্যে ছিলেন চলচ্চিত্রের প্রসিদ্ধ তারকা মোহনলাল, ম্যামোতি। ছিলেন স্যামসাং এবং জাপান গ্যাস করপোরেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তারা। অতিথিদের আগমন পথে ছিল ভারতনাট্যমের হৃদয়কাড়া পারফরমেন্স। এর আয়োজন করেছিলেন পিল্লাই। এতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়ার, শোভানা। ছিল স্টিফেন ডেভাসির মিউজিক্যাল শো। পরিবেশন করা হয়েছিল কেরালার প্রচলিত খাবার। একসঙ্গে বসিয়ে খাওয়ানো হয় ৭ হাজার অতিথিকে। তবে বি রবি পিল্লাই বলেছেন, এসব আয়োজনের কারণ ছিল কেরালাতে পর্যটকদের আকৃষ্ট করা।   

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status