ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রফেসর ইউনূসের চুক্তি সই

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

mzamin

নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি সত্যিকার মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে, এই নতুন সভ্যতায় উত্তরণে তরুণ সমাজ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে ১৮৯৬ সালে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এডালফাই বিশ্ববিদ্যালয় তার জন্মলগ্ন থেকে সামাজিক দায়িত্ব ও বৈশ্বিক নাগরিকত্বের আদর্শে কাজ করাসহ গত ১২৫ বছর ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
তার পরিদর্শনের সময় এডালফাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ক্রিস্টিন এম. রিওডন এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নাসিং-এর পক্ষে প্রফেসর ইউনূসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। যার লক্ষ্য উভয়ের স্ব-স্ব কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনয়নে আনুষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। 

 


উল্লেখ্য যে, এ বছরের জানুয়ারীতে এডালফাই বিশ্ববিদ্যালয়ের ডীন অব নার্সিং স্কুল ড. ডেবোরাহ হান্ট ও ড. অ্যানি জ্যাকবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে বাংলাদেশে আসেন। এ সময় তারা কলেজের প্রিন্সিপাল ও পরিচালনা পরিষদের সাথে সাক্ষাৎ করেন। তাদের এই পরিদর্শনের ধারাবাহিকতায় ও বিশ্ববিদ্যালয়টির আমন্ত্রণে প্রফেসর ইউনূস এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন, বিশ্ববিদ্যালয়টির সর্বাধুনিক সুযোগ-সুবিধাগুলি প্রত্যক্ষ করেন এবং সমাজের গঠনমূলক পরিবর্তনে তরুণ সমাজের ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
প্রফেসর ইউনূসের সম্মানে এডালফাই বিশ্ববিদ্যালয়ের বলরুমে ‘হাগেডর্ন লিডারশীপ অন কর্পোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটি’-এর সহযাগিতায় “প্রফেসর ইউনূসের সাথে আলোচনা সন্ধ্যা: একটি তিন শূন্য’র পৃথিবী নির্মাণ” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির কলেজ অব নার্সিং এন্ড পাবলিক হেলথ-এর ডীন ড. ডেবোরাহ হান্টের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডালফাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার কে. স্টর্ম। তার বক্তব্যে প্রফেসর ইউনূস বাংলাদেশে ক্ষুদ্রঋণ কর্মকাণ্ডের ইতিহাস ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একটি দরিদ্র-মুখী, কার্যকর, আত্ম-নির্ভর ও সমৃদ্ধ আর্থিক প্রতিষ্ঠান সৃষ্টি করে। এছাড়াও তিনি যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং প্রতিষ্ঠার কাহিনী এবং কলেজটির উদ্দেশ্য ও বর্তমান কর্মসূচিগুলি তুলে ধরেন যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উচ্চমানের স্বাস্থ্যশিক্ষা প্রদানে বদ্ধপরিকর। 

 

 


এডালফাই বিশ্ববিদ্যালয় প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করে যেখানে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ সমর্থকদেরও আমন্ত্রণ জানান হয়।

বিজ্ঞাপন
নিউ ইয়র্ক শহরের র‌্যাকেট অ্যান্ড টেনিস ক্লাবে আয়োজিত এই নৈশভোজে যোগ দেন বিশ্ববিদ্যালয়টির নেতৃস্থানীয় ডোনার ভারত ভিজ, আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপের প্রাক্তন প্রধান নির্বাহী বব উইলামস্ট্যাড, ডমিনিক এন্ড ডমিনিকের (ভুন্ডেরলিখ ওয়েলথ ম্যানেজমেন্টের একটি বিভাগ) অবসরপ্রাপ্ত চেয়ারম্যান বব মাইকেল ক্যাম্পবেল, লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রাক্তন প্রেসিডেন্ট স্টিভেন আইসেনবার্গ, এডালফাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন, গ্রামীণ আমেরিকার প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া জাং। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন ও প্রফেসর ইউনূস এডালফাই বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের মধ্যকার সহযোগিতা চুক্তি বিষয়ে উপস্থিত অতিথিদেরকে অবহিত করেন।

 


উল্লেখ্য যে, এডালফাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” স্থাপনের কাজ শুরু করেছেন এবং এই নতুন ক্যাম্পাসটি সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের সংখ্যা দাঁড়াবে ১০৩টি। বর্তমানে ৩৯টি দেশে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status