ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘ইউনিক’ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৬ অপরাহ্ন

mzamin

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের বিবেচনায় আসেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এতে অনেকেই পর্তুগিজ সুপারস্টারের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্ত দেখছিলেন। কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে জাতীয় দলে ফিরে পুরনো ঔজ্জ্বল্য দেখাচ্ছেন রোনালদো। জানান দিচ্ছেন ফুরিয়ে যাননি তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে লিচেনস্টাইনের বিপক্ষে জোড়া গোল করা সিআরসেভেন লুক্সেমবুর্গের জালেও বল পাঠিয়েছেন দু’বার। রোববার রাতে লুক্সেমবুর্গ স্টেডিয়ামে ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচে রোনালদোর নৈপুণ্যে পর্তুগাল পায় ৬-০ গোলের বড় জয়। রনের পারফরম্যান্সে মুগ্ধ পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ ম্যাচ শেষে করেন শিষ্যের ভূয়সী প্রশংসা।

লুক্সেমবুর্গের মাঠে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গোলোৎসবের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদোই। ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ফেলিক্স। ১৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বের্নার্দো সিলভা।

বিজ্ঞাপন
৩১তম মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর ৭৭ এবং ৮৮তম মিনিটে একটি করে গোল করেন ওটাভিও ও রাফায়েল লিয়াও।

আগের ম্যাচে লিচেনস্টাইনের বিপক্ষে খেলতে নেমে সর্বোচ্চ ১৯৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। পেছনে ফেলেন কুয়েতের বাদের আল-মুতাওয়াকে। রোববার লুক্সেমবুর্গের বিপক্ষে নেমে সেই রেকর্ডটা আরও মজবুত করেন পর্তুগিজ সুপারস্টার। পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের মতে, রোনালদোর অভিজ্ঞতা নবীণদের জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, ‘রোনালদো বিশ্বের ইউনিক খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সে। তার যে অভিজ্ঞতা রয়েছে, তা আমাদের ড্রেসিংরুমের জন্য খুব গুরুত্বপূর্ণ। ’
মার্টিনেজ বলেন, ‘সব খেলোয়াড়েরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ক্রিস্টিয়ানো রোনালদো, রুই প্যাট্রিসিও এবং বের্নার্দো সিলভার মতো খেলোয়াড়দের অভিজ্ঞতা নবীণদের জন্য গুরুত্বপূর্ণ।’

আন্তর্জাতিক বিরতিতে ইউরো বাছাইয়ের দুই ম্যাচে শতভাগ জয় পেয়ে উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘২ ম্যাচ, ২ জয়। লক্ষ্যপূরণ করেছি আমরা। জাতীয় দলের ইতিবাচক শুরুতে অবদান রাখতে পেরে আনন্দিত আমি। এগিয়ে চলো পর্তুগাল।’

আগামী জুনে ইউরো বাছাইয়ের আরও দুই ম্যাচ খেলবে পর্তুগাল। ১৮ই জুন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে রোনালদোরা। ২১শে জুন পর্তুগিজদের আতিথ্য দেবে আইসল্যান্ড।

ইউরো বাছাইয়ে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। তিনে থাকা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার পয়েন্ট ৩। আইসল্যান্ডের পয়েন্ট, টেবিলের চারে রয়েছে দলটি। এক পয়েন্ট নিয়ে পাঁচে লুক্সেমবুর্গ। তলানিতে থাকা লিচেনস্টাইনের পয়েন্ট শূন্য।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status