ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আকাশে নিয়ন্ত্রণযোগ্য জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

mzamin

এবার জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ মহড়ার জবাবে একের পর এক অস্ত্র পরীক্ষা করে চলেছে দেশটি। এই মহড়াকে নিজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। ফলে নিজের যুদ্ধপ্রস্তুতিও ঝালিয়ে নিচ্ছে কিম জং উনের দেশ। তারই অংশই হিসেবে সোমবার একসঙ্গে দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। 

সিএনএনের খবরে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রে মিসাইল দুটি নিক্ষেপ করা হয়। সোমবার সকালে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেএসসি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে উত্তর কোরিয়ার হোয়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা হয়। জেএসসি এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জেএসসি আরও বলেছে, আমরা উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিবিড় দৃষ্টি রাখব এবং যেকোনো উসকানিকে অপ্রতিরোধ্যভাবে জবাব দেওয়ার ক্ষমতার ভিত্তিতে দৃঢ় প্রস্তুতির বজায়ে রাখব।
উত্তর কোরিয়া সব সময়ই ওই অঞ্চলে সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। এটিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসন বলেও অভিহিত করেছে কিম জং উন প্রশাসন।

বিজ্ঞাপন
এ মাসের শুরুতে কিম জং উন সামরিক বাহিনীকে প্রয়োজনে একটি ‘প্রকৃত যুদ্ধ’ প্রতিরোধ করার কথাও বলেছিলেন। যদিও উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘ফ্রিডম শিল্ড’ নামে ২০১৭ সালের পর বৃহত্তম সামরিক মহড়া শুরু করে। 

জাপানি কর্তৃপক্ষও দু’টি মিসাইল উৎক্ষেপণের কথা জানিয়েছে। দেশটি জানিয়েছে, এই মিসাইলগুলো ৫০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছিল। আর এগুলো ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে টার্গেটে আঘাত হানে। মিসাইলগুলো এক দিক থেকে লঞ্চ হয়ে আকাশেই পথ পরিবর্তন করেছিল বলে জানায় জাপান। এর অর্থ হচ্ছে, এই মিসাইলগুলো উৎক্ষেপণের পরেও নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status