ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রাশিয়া বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে জবাব দেবে ইইউ

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

mzamin

রাশিয়া যদি প্রতিবেশী বেলারুশে পরমাণু বোমা মোতায়েন করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। জোটটির শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে রোববার এ কথা বলেন। পাশাপাশি তিনি রাশিয়ার এমন সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন উত্তেজনা বৃদ্ধি’ বলে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়েছে, শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী বেলারুশে তার কৌশলগত পারমাণবিক অস্ত্র জমা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যেমন ইউরোপে তার অস্ত্র জমা করছে, সেরকমভাবে তিনিও এটা করবেন। তবে এতে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন হবে না। তবে রাশিয়া এটি করলে তাকে এর শাস্তি পেতে হবে বলেও হুমকি দিয়েছে ইইউ। 

জোসেপ বোরেল এ নিয়ে করা এক টুইটে রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা আরও জোরদার করার হুমকি দেন। তিনি বলেন, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন একটি দায়িত্বজ্ঞানহীন উত্তেজনা বৃদ্ধি এবং ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি। বেলারুশ চাইলে এখনই এটি বন্ধ করতে পারে। পুরো বিষয়টি তাদের ওপরে নির্ভর করছে।

বিজ্ঞাপন
তবে ইইউ অবশ্যই আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

এই গ্রীষ্মেই বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবেন পুতিন। বৃটেন ইউক্রেনকে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র দেয়ার ঘোষণা দেয়ার জবাবে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। লন্ডন যদিও রাশিয়ার এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছে। বেলারুশ যদিও এখনই ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে আছে। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। সেসময় এই অভিযানে সমর্থন এবং রাশিয়াকে নিজের ভূমি ব্যবহার করতে দিয়েছিল বেলারুশ। এর ফলেই পশ্চিমাদের রোষের শিকার হয়েছে মিনস্ক।

এদিকে রাশিয়ার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলছে, তারা বিশ্বাস করে না যে এই ঘোষণার পর রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থান সমন্বয় করার কোনো কারণ দেখিনি। আমরা ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। 

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে দেশটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের বিষয়টি উত্থাপন করেছেন। এখানেও অস্বাভাবিক কিছু নেই। যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে এটি করে আসছে। তারা দীর্ঘদিন ধরে তাদের মিত্র দেশগুলোর ভূখণ্ডে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে।

পুতিন আরও জানান, অল্প সংখ্যক ইস্কান্দার ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম বেলারুশে স্থানান্তর করা হয়েছে। গত তিন দশক পর এই প্রথমবারের মতো দেশের বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে মস্কো।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status