ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

নিজেকে প্রমাণ করতে স্যুট পরে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার বুকে

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন

mzamin

একজন অভিযাত্রীর একটি ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে। কারণ 'তিনি পারেন' শুধু এটকু প্রমান করতে স্যুট পরে পর্বতে আরোহণ করেছেন বছর ৪৯ এর নোবুতাকা সাদা। মালয়েশিয়ার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সময় সকলের দৃষ্টি ছিল তাঁর দিকে। অন্যান্য অভিযাত্রীদের থেকে ভিন্ন এই জাপানী দর্জি। কারণ মাউন্ট কিনাবালু অভিযানে অন্যান্য অভিযাত্রীরা সাধারণত যে পোশাক পরিধান করেন তা পরেননি নোবুতাকা। তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,০৯৫মিটার উপরে পর্বতমালার শিখরে চড়ার আগে তাঁর নিজের ব্র্যান্ডের একটি স্যুট বিশেষভাবে তৈরী করেছিলেন নোবুতাকা। সাদাকে অদ্ভুত পোশাকে পর্বতারোহণের চ্যালেঞ্জ নিতে দেখে নেটিজেনরা হতবাক, তার আরোহণের ফুটেজ দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করে। TikTok-এ শেয়ার করা একটি ক্লিপে দেখা গেছে স্যুট পরে পর্বতে চড়ার আগে তিনি প্রশিক্ষকদের থেকে ভালো করে ট্রেনিং নেন। পাশে ছিলেন তাঁর সহকর্মীরা। পর্বতের চূড়ায় তোলা একাধিক ফটোতে নোবুতাকার অ্যাডভেঞ্চারার দেখে মনে হচ্ছে কাজটি তিনি বেশ উপভোগ করেছেন।

বিজ্ঞাপন
Facebook-এ তার সাফল্য শেয়ার করে সাদা বলেছেন: "আমরা গ্রীষ্মমন্ডলীয় আর্দ্রতা এবং বৃষ্টিকে উপেক্ষা করে ২৩০০ মিটার উচ্চতার পার্থক্যে আরোহণ করেছি, কিন্তু সাদার কাস্টম-মেড স্যুটগুলি এতো উঁচুতেও সমান আরামদায়ক। এমনকি এটা পরে আপনি সহজেই মিটিং চালিয়ে যেতে পারেন ''!এটি প্রথমবার নয় যে নোবুতাকা তার পণ্যগুলির প্রচারের জন্য চরম উচ্চতায় আরোহন করেছেন। এর আগে নিজের ব্র্যান্ডের পোশাক পরে তাঁকে স্কিইং, ফিশিং এবং স্কুবা ডাইভিংও করতে দেখা গেছে। তার YouTube চ্যানেলে তিনি তার দুঃসাহসিক অভিজ্ঞতাগুলি তুলে ধরেছেন।

সূত্র :mirror.co.uk

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status