ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সারাজীবন ধরে রক্ত ​​দান করে গিনেস বুকে নাম

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৭ অপরাহ্ন

mzamin

রক্তদান হল সবচেয়ে পবিত্র একটি কাজ যা একজন ব্যক্তি সম্পাদন করতে পারেন। এই মহৎ কাজ একজন ব্যক্তির জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। একটি রক্তদান একাধিক উপায়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা সুস্থ মানুষকে তাদের জীবনে অন্তত একবার রক্তদান করার পরামর্শ দেন। আমরা অনেকেই এই বলে গর্ব বোধ করি যে জীবন বাঁচাতে আমরা একাধিকবার রক্ত ​​দিয়েছি। কিন্তু ৮০বছর বয়সী জোসেফাইন মিচালুক অন্যদের জীবন বাঁচাতে রক্তদান করেছেন সারা জীবন ধরে। প্রায় ছয় দশক ধরে নিয়মিত রক্তদান করার পর, একজন নারী হিসেবে সর্বাধিক রক্তদানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন।জোসেফাইন ১৯৬৫সালে ২২ বছর বয়সে প্রথম রক্ত ​​দান করেন। তারপর থেকে, তিনি অগণিত মানুষের জীবন বাঁচাতে মোট ২০৩ ইউনিট রক্ত দান করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, একজন নারী হিসেবে রক্তদানের পূর্ববর্তী রেকর্ডটি ধরে রেখেছিলেন ভারতের মধুরা অশোক কুমার। তিনি সারা জীবনে ১১৭ ইউনিট রক্ত দান করেছিলেন।

বিজ্ঞাপন
জোসেফাইনকে তার বড় বোন প্রথম রক্তদানে উদ্বুদ্ধ করেন, ১৯৬৫ সালের পর থেকে আর কখনও থামেননি জোসেফাইন। জোসেফাইনের রক্তের গ্রুপ O+, সারা বিশ্বে হাসপাতালের এই রক্তের চাহিদা বেশি থাকে কারণ এটি সর্বজনীন দাতা গ্ৰুপ। আমেরিকান রেড ক্রসের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৩৭% এর রক্তের টাইপ O+। জোসেফাইন প্রবীণ হয়েও রক্তদান চালিয়ে যেতে সক্ষম হয়েছেন কারণ রক্তদানের জন্য কোন উচ্চ বয়সসীমা নেই। রক্তদানের আগে জোসেফাইনের স্বাস্থ্য ঠিক আছে কিনা দেখার জন্য প্রতিবার শারীরিক পরীক্ষা করা হতো। জোসেফাইন সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে ৮০ বছর বয়সে এসেও তিনি রক্তদান বন্ধ করেননি। তিনি এখনও প্রতি বছর গড়ে চারবার রক্তদান করেন। গর্ভাবস্থার কারণে মাঝে কিছু বছর রক্তদান করতে পারেননি ৪ সন্তানের জননী জোসেফাইন। এই বয়সে এসেও রক্তদানের জন্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন তিনি, সেইসঙ্গে বলছেন এই কাজ তিনি চালিয়ে যেতে চান। কারণ তাঁর লক্ষ্য কোনো রেকর্ড গড়া নয়, তাঁর লক্ষ্য মানুষের বিপদে পাশে থাকা।

সূত্র : টাইমস নাও

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status