ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

নির্যাতনের অভিযোগ স্বজনদের

নওগাঁয় র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা, রাজশাহী ও নওগাঁ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, সোমবার
mzamin

নওগাঁয় র‌্যাব হেফাজতে একজন নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। সুলতানা জেসমিন (৪৫) নামের ওই নারী উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী ছিলেন। স্বজনরা   জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করা হয়। গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র‌্যাব জানিয়েছে, পুরনো অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সুলতানার মামা নাজমুল হক মন্টু মানবজমিনকে বলেন,  জেসমিন বুধবার সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মুক্তির মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে র‍্যাবের লোকজন তাকে আটক করে নিয়ে যান। দুপুর ১২টার পর জানতে পারেন, সুলতানা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গিয়ে তিনি র‍্যাবের লোকজনকে দেখতে পান।

বিজ্ঞাপন
চিকিৎসকের পরামর্শে কিছুক্ষণ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। শনিবার দুপুরের পর লাশ হস্তান্তর করা হয়। এদিন সন্ধ্যায় জেসমিনের লাশ দাফন করা হয়। জেসমিনের একমাত্র ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বলেন, ১৭ বছর আগে স্বামীর সঙ্গে জেসমিনের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে একমাত্র ছেলেকে নিয়ে সে শহরে ভাড়া বাসায় থাকছে। নিজে চাকরি করে ছেলেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে গেছে। তিনি বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে- এমনটা তাদের জানা নেই।  জেসমিনের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডেথ সার্টিফিকেট ছাড়া আর কোনো নথি হাতে আসেনি। পোস্টমর্টেমের কাগজসহ অন্য নথি পাওয়া গেলে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এ ঘটনায় নিজেরা মানসিকভাবে বিপর্যস্ত উল্লেখ করে টেলিফোনে তিনি আর কথা বলতে চাননি। নিহত সুলতানার ছেলে শাহেদ হোসেন দাবি করেন,  তার মা চক্রান্তের শিকার হয়েছেন। র‍্যাবের হেফাজতে থাকা অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে। 
র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব মানবজমিনকে বলেন, উনার (জেসমিনের) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। অতি সম্প্রতি তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়েছে। পুরনো অভিযোগের ভিত্তিতে তাকে ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মৌমিতা জলিল জানিয়েছেন, বুধবার দুপুরে র‍্যাবের লোকজন অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে ওই রোগী হৃদরোগে আক্রান্ত বলে শনাক্ত করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছিল। 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ জানিয়েছেন, তারা যতটুকু জানতে পেরেছেন, র‍্যাবের জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সিটি স্ক্যান করে জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয়।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status