ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দেশজুড়ে ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাংলারজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, সোমবার
mzamin

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু করে স্থানীয় প্রশাসন। এরপর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে একে একে স্থানীয় প্রশাসন, বিভিন্ন বাহিনী, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে বিশেষ কুজ কাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নানান সেবামূলক কর্মকাণ্ড হাতে নেয়া হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেস ক্লাব, বিআরটিসিসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নানা শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতার সুফল তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যব্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও  বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার আব্দুল হালিমের সঞ্চালনায় ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. গিয়াস উদ্দিন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ফিল্ড অফিসার মো. জাহিদ হোসেন।

বিজ্ঞাপন
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আসমা আক্তার। সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, ২৬শে মার্চ  স্বাধীনতা ও স্বাধীনতার মহানায়ক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ভূমিকা এবং অবদানের সঠিক ইতিহাস সমাজে তুলে ধরার জন্য সভায় উপস্থিত ইমাম, মডজিদভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান। 

লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে গতকাল দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এ ছাড়া, লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, মুক্তিযুদ্ধ মঞ্চে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন হালুয়াঘাট উপজেলা প্রশাসন, হালুয়াঘাট থানা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ। পর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনটি পালিত হয়। হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। পতাকা উত্তোলনের পরপরই শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় সংসদ সদস্যকে প্যারেড কমান্ডিং এর মাধ্যমে সম্মান প্রদর্শন করেন হালুয়াঘাট থানার পুলিশ উপ-পরিদর্শক আতাউর রহমান। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য জুয়েল আরেং ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। বক্তৃতার পরে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, প্যারেডসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ সময় এসিল্যান্ড আফরোজা আফসানা, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা খুররম, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান, সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকনসহ প্রশাসনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পলাশবাড়ী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, গ্রাম পুলিশ স্কাউট ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ রিপোর্টার ইউনিটি, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে। এ ছাড়া উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টায় পাঁচবিবি স্টেডিয়ামে  মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিকালে স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেস ক্লাব, বিআরটিসিসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নানা শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতার সুফল তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যব্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও  বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার আব্দুল হালিমের সঞ্চালনায় ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. গিয়াস উদ্দিন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ফিল্ড অফিসার মো. জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আসমা আক্তার। সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, ২৬শে মার্চ  স্বাধীনতা ও স্বাধীনতার মহানায়ক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ভূমিকা এবং অবদানের সঠিক ইতিহাস সমাজে তুলে ধরার জন্য সভায় উপস্থিত ইমাম, মডজিদভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান। 

লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে গতকাল দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এ ছাড়া, লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, মুক্তিযুদ্ধ মঞ্চে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন হালুয়াঘাট উপজেলা প্রশাসন, হালুয়াঘাট থানা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ। পর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনটি পালিত হয়। হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। পতাকা উত্তোলনের পরপরই শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় সংসদ সদস্যকে প্যারেড কমান্ডিং এর মাধ্যমে সম্মান প্রদর্শন করেন হালুয়াঘাট থানার পুলিশ উপ-পরিদর্শক আতাউর রহমান। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য জুয়েল আরেং ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। বক্তৃতার পরে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, প্যারেডসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ সময় এসিল্যান্ড আফরোজা আফসানা, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা খুররম, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান, সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকনসহ প্রশাসনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পলাশবাড়ী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, গ্রাম পুলিশ স্কাউট ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ রিপোর্টার ইউনিটি, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। 

বাজিতপুর (কিশোরগঞ্জ)  প্রতিনিধি জানান, বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডাক বাংলার মাঠে সকাল ৯টার দিকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন বাহিনী, শরীর চর্চা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয়  এমপি আলহাজ মো. আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আহমেদ, উপজেলা চেয়ারম্যান  রকিবুল হাসান শিবলী, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ শফিকুল ইসলাম। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দিনের শুরুতে ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে গতকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। শিবগঞ্জ উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ দেবীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত. শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সুন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, বীর মুক্তিযোদ্ধা তোরিকুল আলম, আব্দুল হামিদ, আব্দুল মান্নান ও ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নূরে তাসনিমের নেতৃত্বে কর্মকর্তাগণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দীর বাপ্পি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। এরপর রাজারহাট থানার পক্ষে ওসি আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবসহ পুলিশ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু নুর মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় ও রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেলের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা জাতীয় পার্টি, রাজারহাট হাসপাতাল, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, রাজারহাট সাব-রেজিস্ট্রার অফিস, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, প্রেস ক্লাব রাজারহাট-এর পক্ষে সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য, চাকিরপশার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর সকাল ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ-ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে সালাম গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে রাজারহাট উপজেলার এমপিওভুক্ত ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি প্রতিষ্ঠানে ৬টি করে মোট ২০৪টি ট্যাবলয়েড ট্যাব সরকারিভাবে বিনামূল্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পাকুন্দিয়া সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পস্তর্বক অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে পৌর প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষে পুষ্পস্তর্বক অর্পণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলণ এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় ইউএনও রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল ও পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, সকালে নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলার নিবাহী কর্মকর্তা মো. মতিউর রহমান শামীম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ প্রেস ক্লাব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জাতীয় পার্টি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, শারীরিক কসরত, পুরস্কার বিতরণ করা হয়। বিকালে উপজেলা কমপ্লেক্সে আব্দুল ওয়াসেক মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু সরকারি হোসেন শহীদ  সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় নোমানী ময়দান মাঠে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সকাল ৯টায় আসাদুজ্জামান মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক’ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. নূরুল আলম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। ভিসির শ্রদ্ধা নিবেদন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, অফিসার সমিতি, মহিলা ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম.আল মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি’র নেতা ডা. কমল কদর, জহুরুল আলম জহুর, গাজী মো. সুজা উদ্দীন, উপজেলা যুব দলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকবৃন্দ।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট ওবায়দুল হক নাছির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে প্রাইমারি স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল হক নাছির, আবু বকর সিদ্দিকসহ সিনিয়ার নেতারা।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) জানান, আখাউড়ায় গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, আখাউড়া পৌরসভা, থানা পুলিশ, আখাউড়া প্রেস ক্লাব, সাব রেজিস্ট্রি অফিস, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উপজেলা লেডিস ক্লাব,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ স্মৃতি কলেজ, আখাউড়া নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়, রক্তদানের সংগঠন আত্মীয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, বীর মুক্তিযোদ্ধা  বাহার মালদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান, হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগম শাপলু প্রমুখ। 

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি ভবন, দোকানপাট ও বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, সাবেক সহকারী কমান্ডার লস্কর আলী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন, নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার তোফাজ্জল হোসেন, এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর ই ইলহাম, নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ, সম্মিলিত সামাজিক আন্দোলন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পক্ষে রঞ্জিত কুমার সাহা, জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান। এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান উপস্থিত ছিলেন। 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি জানান, আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ২৬শে মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছিল অন্যতম। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় আকর্ষণীয় ডিসপ্লে অনুষ্ঠিত হয়।     
 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, গতকাল ভোর ৫টা ৫৭ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এদিকে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহের পুলিশ লাইন্সের ‘চেতনায় অম্লান’ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। অন্যদিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়স্থ জয়বাংলা চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

চাঁদপুর প্রতিনিধি জানান, যারা একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্টের হত্যাকারী কিংবা ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসী তাদেরকে আমরা রুখে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যারা উন্নয়নের বিরোধী, যারা নারীর অধিকারের বিরোধী, যারা আমাদের শিশু অধিকারের বিরোধী, যারা আমাদের প্রতিবন্ধীদের ব্যাপারে যাদের সহমর্মিতা নেই, যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের উপর বারবার নির্যাতন চাপিয়ে দেয়। সেইসব অপশক্তিকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধারা ও  আওয়ামী লীগ এবং সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ।

কালাই (উপজেলা) প্রতিনিধি জানান, কালাইয়ে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে এ দিবসের শুভ সূচনা হয়। সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কালাই পৌরসভা, মুক্তিযুদ্ধ সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সকাল সাড়ে ৮টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে  কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ও থানার অফিসার ইনচার্জ এস এম ময়েন উদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজ ডিসপ্লে প্রদর্শন করেন। পরে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, সকালে কুড়িঘাট স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোসেনপুর থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর প্রেস ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ  করেন। উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু। কুচকাওয়াজ শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status