ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বরগুনায় পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বরগুনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, শনিবার
mzamin

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শাহজালালের বিরুদ্ধে মামলা করেছেন মাইন উদ্দিন আসাদ নামের এক ঠিকাদার। গত ২১শে মার্চ বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঠিকাদার মাইন উদ্দিন আসাদ।
জানা যায়, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের বেশির ভাগই টেন্ডার জাল-জালিয়াতির মাধ্যমে পটুয়াখালীর একটি চক্র নিজেদের নামে নিয়ে নিচ্ছেন। আর এতে সরাসরি সহযোগিতা করার অভিযোগে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শাহজালালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঠিকাদার মাইন উদ্দিন আসাদ। মামলায় অন্যান্য আসামিরা হলেন, পটুয়াখালী জেলার আখতারুজ্জামান হিরু (৪২), নূরে এলাহী আলম ইভান (২৫), মিজানুর আলম স্বপন মৃধা (৫৫), রিয়াজ উদ্দিন (৫৫) এবং বরগুনার আমতলী উপজেলার এনামুল হক বাদশা (৪০)। এদের  বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বরগুনার সদ্য বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম পান্নার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। উল্টো প্রভাবশালী ওই প্রতারকচক্রের রোষানলে পড়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন মাইন উদ্দিন আসাদসহ একাধিক ঠিকাদার। মামলার বাদী ঠিকাদার মাইন উদ্দিন আসাদ জানান, প্রতারকচক্রের নিয়ন্ত্রণাধীন ৫টি লাইসেন্স মেসার্স আবুল কালাম আজাদ, এমডি মিজানুর আলম, মেসার্স মহি উদ্দিন আহম্মেদ, মেসার্স রিয়াজ উদ্দিন এবং মেসার্স আল মামুন এন্টারপ্রাইজের অনুকূলে বরগুনা ও পটুয়াখালী অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের সিংহভাগ কাজ জাল-জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এতে যেমন রাষ্ট্রের শত শত কোটি টাকা লোপাট হচ্ছে তেমনি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় প্রকৃত ঠিকাদারগণ। 
মাঈন উদ্দিন আসাদ আরও বলেন, বর্তমান সময়ে ইজিপি সিস্টেমে দরপত্র আহ্বান করা হয়। এই সিস্টেমে দরপত্রে অংশগ্রহণকারীদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটি অন্যতম যোগ্যতা হিসেবে বিবেচিত হয় পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

বিজ্ঞাপন
এই প্রক্রিয়ায় যার যত বেশি কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট রয়েছে তিনি তত বেশি যোগ্য হিসেবে কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকেন। কিন্তু এখানে কিছুই মানা হচ্ছে না। 
তবে এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শাহজালাল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিবকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status