ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে বেহাল সড়ক প্রশস্তকরণ ও মেরামতের দাবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

গাজীপুরের শ্রমিক অধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক মালিকের বাড়ি বাসস্ট্যান্ড বাজার রোড। এটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন সড়কে চলাচলকারী হাজার হাজার পোশাক শ্রমিকসহ নানা পেশার খেটে খাওয়া সাধারণ মানুষ। এ বিষয়ে গাছা থানার গুতিয়ারা এলাকায় বসবাসকারী চিরকুমার জাহিদুল ইসলাম হারিছ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র বরাবরে আবেদন করেছেন। নগরের গাছা থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের গুতিয়ারা এলাকায় বসবাসরত কিশোরগঞ্জের বাসিন্দা চিরকুমার জাহিদুল ইসলাম হারিছের আবেদন ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ওই এলাকায় কিশোরগঞ্জ জেলার বিপুলসংখ্যক পোশাককর্মীসহ খেটে খাওয়া মানুষ বসবাস করেন এবং তারা ও স্থানীয়ভাবে বসবাসকারী সাধারণ মানুষ সড়ক পারাপার হয়ে কর্মক্ষেত্রে আসা-যাওয়া করতে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েন। মালেকের বাড়ি বাসস্ট্যান্ড থেকে বাজার হয়ে গুতিয়ারা সড়কটি ৪০ ফুট প্রস্থ করার দাবি রয়েছে স্থানীয় জনগণের। অথচ গত দেড় বছর ধরে কোনো কাজই হচ্ছে না সড়কটিতে। এর কোনো তদারকিও নেই। সড়কের বেহাল অবস্থা থাকলেও ওই সড়কের ওপরে কয়েক মাস পর পর স্থানীয় প্রভাবশালী আব্দুস সামাদ ও তাদের আত্মীয়-স্বজনরা ময়লা পানি ছেড়ে দেয়। এতে করে সড়কটি আরও বেশি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ওই আবেদনপত্রে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন
এ বিষয়ে নগরের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, সড়কটি প্রশস্তকরণ ও সংস্কার কাজ দ্রুত শুরু করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া সড়কের ওপর যেন ময়লা পানি ছেড়ে না দেয়া হয় সেজন্য স্থানীয়দের বার বার নিষেধ করা হয়েছে। তবে সড়কে ময়লা-আবর্জনা ও ময়লা পানি ফেলে দিয়ে আরও বেহাল অবস্থা করার বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে সেই আব্দুস সামাদের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status