ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জলঢাকায় জাতীয় পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

জলঢাকার এমপি মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত ‘জমি কেড়ে নিয়ে এমপি রানার চা বাগান’ সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন দাবি করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় পার্টি। গত বুধবার জিরো পয়েন্ট মোড়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে এ মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল্লাহেল বাকি, তোফায়েলুর রহমান পায়েল, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি আবু রায়হান প্রমুখ। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু বলেন, মেজর রানা একজন সৎ লোক। গত চার বছর ধরে তিনি এই এলাকার এমপি। এতদিনে কেউ কোনো অনিয়ম খুঁজে পায়নি। আর উনি নাকি পঞ্চগড়ে জমি দখল করেন? এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  ওনার জনপ্রিয়তা দেখে কিছু অসৎ লোক মিথ্যা গুজব ছড়াচ্ছেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status