ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বৈশ্বিক মন্দার সতর্কতা বিশ্বব্যাংক প্রধানের

মানবজমিন ডেস্ক
২৭ মে ২০২২, শুক্রবার
mzamin

আরেকটি বৈশ্বিক মন্দা সম্পর্কে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস। তার মতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বজুড়ে এই মন্দা দেখা দিতে পারে। কারণ খাদ্য, জ্বালানি এবং সারের দাম লাফিয়ে বাড়ছে। বুধবার যুক্তরাষ্ট্রে ব্যবসা সংক্রান্ত এক ইভেন্টে তিনি বলেন, কীভাবে আমরা মন্দা এড়াতে পারি, তার পথ বের করা খুবই কঠিন। তিনি বলেন, চীনে ধারাবাহিকভাবে করোনাভাইরাসের কারণে লকডাউন দেয়া হচ্ছে। এটিও বিশ্বমন্দায় অবদান রাখবে। করোনাভাইরাস ও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়া নিয়ে যেসব সতর্কতা দেয়া হয়েছে এ পর্যন্ত, তার মধ্যে ডেভিড ম্যালপাসের মন্তব্য সর্বশেষ। এসব সতর্কতায় বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি আরও সঙ্কুচিত হতে পারে। ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন ম্যালপাস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 
ডেভিড ম্যালপাস বলেছেন, আমরা যদি বৈশ্বিক জাতীয় প্রবৃদ্ধির দিকে তাকাই, তাহলে এই মন্দা কীভাবে এড়াতে পারি তা এক কঠিন বিষয়।

বিজ্ঞাপন
তিনি বলেন, জ্বালানির মূল্য দ্বিগুণ করার ধারণাটাই একটি মন্দা সৃষ্টির জন্য যথেষ্ট। 
এর আগে বিশ্বব্যাংক বিশ্বজুড়ে এ বছরের জন্য যে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, তা কাটছাঁট করে বলেছে, এ বছর তা হবে শতকরা ৩.২ ভাগ। ডিজিপি বা গ্রোস ডমেস্টিক প্রোডাক্ট হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপের একটি মাধ্যম। অর্থনীতি কতটা ভালো বা খারাপ করতে তা বোঝার জন্য এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। বিশ্বের অর্থনীতিবিদরা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো এ বিষয়টির ওপর নিবিড় দৃষ্টি রাখেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কখন অধিক শ্রমিক নিয়োগ দেয়া প্রয়োজন, কখন কম বা বেশি বিনিয়োগ করা উচিত, আবার কখন কর্মী কমিয়ে ফেলা উচিত তা বুঝতে এই ধারণাটি ব্যবসায় সহায়ক। 
ডেভিড ম্যালপাস আরও বলেন, এখনো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর খুব বেশি নির্ভরশীল ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার চাপ দেয়ার পরও তাদের তেল ব্যবহার করছে ওই সব দেশ। তিনি বলেন, রাশিয়া যদি গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তাহলে ওই অঞ্চলে বড় রকম মন্দা দেখা দেবে। এরই মধ্যে জার্মানিতে জ্বালানির মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছে। এই দেশটি হলো ইউরোপের সর্ববৃহৎ এবং বিশ্বের মধ্যে চতুর্থ বৃহৎ অর্থনীতির।
করোনা ভাইরাসের কারণে মাঝে মাঝেই চীনের বড় বড় শহরে লকডাউন দেয়া হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড ম্যালপাস। সম্প্রতি এমন লকডাউন দেয়া হয়েছে অর্থনীতি, শিল্প এবং শিপিংয়ের প্রাণকেন্দ্র বলে পরিচিত সাংহাইয়ে। এ থেকেও বিশ্ব মন্দায় ভূমিকা রাখছে বলে বলা হয়েছে। ডেভিড ম্যালপাস বলেন, এরই মধ্যে চীন তার রিয়েল এস্টেট ব্যবসাকে অনেকটা সঙ্কুচিত করেছে। ফলে রাশিয়ার আগ্রাসনের আগে চীনের যে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল তা ২০২২ সালে এসে যথেষ্ট কমে গেছে। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এই দেশটি সর্বশেষ লকডাউনের কারণে বড় রকমের আঘাত পেয়েছে। লকডাউনের পরে কারখানাগুলো পুনরায় চালু করতে কর্মকর্তাদের আরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লি কেকিয়াং বলেছেন, অগ্রগতি সন্তোষজনক নয়। কিছু প্রদেশ থেকে রিপোর্ট করা হয়েছে যে, শতকরা মাত্র ৩০ ভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। কিন্তু অল্প সময়ের মধ্যে এই অনুপাতকে শতকরা ৮০ ভাগে উন্নীত করতে হবে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status