ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা, গরহাজির কৃপাময়-তুফান মৃর্ধা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৪৮ পূর্বাহ্ন

বাবা অনুব্রত মন্ডলের পদাঙ্ক যেন অনুসরণ করছেন কন্যা সুকন্যা মন্ডল। অনুব্রত বারবার ডাকের পরও সিবিআই হাজিরা এড়িয়ে আপাতত হেফাজতে। সুকন্যা সোমবার দ্বিতীয়বার দিল্লিতে ইডির হাজিরা এড়ালেন। ইডি আপাতত আইনি পরামর্শ নিচ্ছে। বারবার ডাকা সত্ত্বেও সুকন্যা না আসায় ইডির সামনে দুটো পথ খোলা আছে। এক, সুকন্যা মন্ডলকে আবার নোটিস পাঠানো। দুই, আদালতে আবেদন করে সুকন্যার জন্যে গ্রেপ্তারি পরোয়ানা আনা। ওয়ারেন্ট যেহেতু কোর্ট একমাত্র জারি করতে পারে ইডিকে তাই কোর্টে যেতে হবে। কোন পথ নেবে ইডি? কলকাতায় ইডির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে সুকন্যাকে আরও একবার নোটিস পাঠাতে পারে ইডি। সেটি আমান্য করলে গ্রেপ্তারি পরোয়ানার জন্যে আবেদন।

বিজ্ঞাপন
ইডি কোনো ঝুঁকি রাখতে চাইছে না। তারা তিনটি নোটিস পাঠিয়ে সুকন্যা না এলে তাকে গ্রেপ্তারের পক্ষপাতী। 

উল্লেখযোগ্য, দিল্লিতে প্রথমবার তলবে সুকন্যা জানিয়েছিলেন, তিনি অসুস্থ তাই যেতে পারছেন না। জানা গেছে, মেডিক্যাল গ্রাউন্ড দেখিয়েই সুকন্যা জেরা এড়াচ্ছেন। কারণ, অনুব্রত মন্ডল চান না মেয়ে-বাবাকে একসঙ্গে বসিয়ে জেরা করুক ইডি। ইতিমধ্যেই কপিল সিব্বল কিংবা অভিষেক মানু সিংভির মতো দুদে আইনজীবীদের পরামর্শ নেয়ার নির্দেশ তিনি জেলে বসেই দিয়েছেন। সুকন্যা এখন কী করেন সেটাই দেখার। ইডির ডাকে সাড়া দেননি তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ কিংবা সুকন্যার গাড়ির চালক তুফান মৃর্ধা। তাঁদের আবার নোটিস পাঠানো হচ্ছে। অনুব্রতর হিসাবরক্ষক মনীশ কোঠারিকে ইতিমধ্যেই ১৪ দিনের হেফাজতে তিহার জেলে পাঠানো হয়েছে।    
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status