ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

খুলনায় ত্রিমুখী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৭ মে ২০২২, শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের উত্তাপ ছড়িয়েছে খুলনায়ও। গতকাল ছাত্রলীগ-পুলিশ-বিএনপি’র দফায় দফায় সঘর্ষের পর  খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ঈসাসহ ২০ নেতাকর্মীকে পুলিশ আটক ক?রেছে বলে দাবি করেন দলটির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গতকাল বেলা ৩টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন। একই সময়ে নগরীর হাদিস পার্কের দক্ষিণ পার্শ্বের প্রধান ফটকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মহানগর ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ ডাক দেন। এ সময় খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপির একটি মিছিল শহীদ হাদিস পার্কের উত্তর গেটের সামনে দিয়ে বিএনপির কার্যালয়ের দিকে যাচ্ছিল। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। 
এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হাদিস পার্কের পাশ দিয়ে একটি গ্রুপ ও পিকচার প্যালেস মোড়ের দিক থেকে অপর একটি গ্রুপ বিএনপির সমাবেশে হামলা চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশও যোগ দেয়। 
শুরু হয় ছাত্রলীগ-পুলিশ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষ। এতে নগরীর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত স্যার ইকবাল রোড, কেডি ঘোষ রোড, কালীবাড়ি, স্টেশন রোড, হেলাতলা মোড় ও বড়বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিএনপি কার্যালয়ের সামনের সমাবেশ মঞ্চ, মাইক, চেয়ার-টেবিল ভাঙচুর চালায়। স্থানটি পরিণত হয় ধ্বংসস্তূপে। এ সময় যুবদলের ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক মঞ্জুর ইলাহী, যুবনেতা সানী, খান সাইফুল, বিএনপি নেত্রী নিঘাত সীমা, অরুন, মোনায়েম গাজী, তরুণ গোলদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।  
সংঘর্ষের এক পর্যায়ে প্রধান অতিথি নজরুল ইসলাম খান, শফিকুল আলম মনা ও রকিবুল ইসলাম বকুল নেতাকর্মীদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যেতে সক্ষম হন। অপরদিকে শফিকুল আলম তুহিনসহ বিএনপির নেতাকর্মীদের একটি অংশ দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। এখান থেকে পু?লিশ অফিসের তালা এবং দ্বিতীয় তলার কক্ষের গ্লাস ভেঙে মহানগর বিএন?পির যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেহেনা ঈসা, সদস?্য স?চিব শ?ফিকুল আলম তুহিন, সা?বেক কাউ?ন্সিলর আন?জিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু, মুন্নীজামান, উজ্জ্বলসহ ২০ নেতাকর্মী?কে আটক ক?রে?। এ সময় বিএনপির দপ্তরে রক্ষিত ল্যাপটপ, ডেক্সটপসহ কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।  
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়া হয়।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status