ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

‘ইমরান খান রাজনীতিবিদ নন, সন্ত্রাসী’

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

mzamin

ইমরান খান কোনো রাজনীতিবিদ নন, তিনি একজন সন্ত্রাসী। এভাবেই সাবেক পাক প্রধানমন্ত্রীকে আক্রমণের নিশানা করলেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। তিনি আরও বলেন, ইমরান খানের জামান পার্ক বাসভবন সন্ত্রাসীদের একটি বাঙ্কার এবং পেট্রোল বোমা তৈরির ল্যাবরটরি। রোববার লাহোরে এক সংবাদ সম্মেলন আয়োজন করে এসব কথা বলেন মরিয়ম। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে জানানো হয়, ইমরান খান পাকিস্তানে আবারও গৃহযুদ্ধ শুরুর পায়তারা করছেন বলে অভিযোগ তুলেছেন মরিয়ম আওরঙ্গজেব। সাংবাদিকদের সামনে তিনি বলেন, যদি রাষ্ট্র, বিচার বিভাগ এবং পুলিশের নিয়মকে এভাবে চ্যালেঞ্জ করা হয় তাহলে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। পুলিশের কাজ হচ্ছে, আদালতের নিরাপত্তা নিশ্চিত করা। অপরদিকে আদালত হচ্ছে ন্যায়বিচারের অভিবাবক। আদালত যদি এখন পুলিশের বিষয়ে আপোষ করে তাহলে এই দেশে গৃহযুদ্ধ হবে। প্রতিটি রাস্তায় আলাদা আলাদা আইন তৈরি হবে। 

কেন্দ্রীয় এই মন্ত্রীর মতে, ইমরানকে আইন লঙ্ঘন করতে দেয়া হলে, গ্যাং, গুণ্ডা এবং সন্ত্রাসীরা প্রতিটি রাস্তা থেকে বেরিয়ে আসবে এবং আদালত ও পুলিশকে আক্রমণ করবে।

বিজ্ঞাপন
আদালত গত বছরের ২৩শে আগস্ট থেকে একজন ব্যক্তিকে তলব করে চলেছে কিন্তু তিনি হাজির হননি। যখন আদালত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দেন, তখন তিনি তার অনুসারীদের বিচার ব্যবস্থায় আক্রমণ করতে প্ররোচিত করেন। মরিয়ম বলেন, দেশের ইতিহাসে এমন কখনও ঘটেনি যে কোনও অপরাধীকে আদালতে তলবের পর তাকে তার গাড়ি থেকে হাজিরা দেয়ার সুবিধা দেয়া হয়েছিল।

মরিয়ম আরও বলেন, ইমরান খান প্রায় চার বছর ধরে এই দেশ শাসন করেছেন এবং আধিপত্য করেছেন। এই সময় তিনি  তিনি রাজনৈতিক সকল প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ফেলেছিলেন। এমনকি তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বোন ও মেয়েদেরও রেহাই দেননি। কাউকে কাউকে হাসপাতালের বিছানা থেকেও গ্রেপ্তার করেছিলেন। পিএমএল-এন নেতা আরও দাবি করেন, ইমরান খান তার দুঃশাসনের সময় পাকিস্তানের জাতীয় অর্থনীতি ধ্বংস করেন। তিনি জনগণকে বেকার করে দিয়েছিলেন। তাদের খাদ্য নিরাপত্তা ধ্বংস করেছিলেন। পিটিআই শাসনের সময়, ময়দা, চিনি, রান্নার তেল, বিদ্যুৎ এবং গ্যাসের শুল্কের মতো ভোজ্য জিনিসের দাম আকাশচুম্বী হয়। এটি সাধারণ মানুষকে ভয়াবহভাবে আঘাত করেছিল। 

মন্ত্রী অভিযোগ করেন, ইমরান খান ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছেন, এখন রাজনৈতিক সন্ত্রাসী থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলাকারী সন্ত্রাসী হয়েছেন। গত বছর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সরকার ক্ষমতায় আসার পর ইমরান খানকে গ্রেপ্তার করার ক্ষমতা ও কর্তৃত্ব ছিল। কিন্তু আমি চাইনি ইমরান খান আরেকটি ‘ভিকটিম কার্ড’ খেলার সুযোগ পাক।  মরিয়ম বলেন, ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও তোশাখানা উপহার চুরিসহ যেসব মামলা দায়ের করা হয়েছিল তার ওপরে বর্তমান সরকারের কোনো হাতই ছিল না। ইমরানের বিরুদ্ধে অভিযোগের কোনো জবাব ছিল না। তিনি অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মাধ্যমে দেশকে জ্বালিয়ে দিয়েছেন। 

ইমরান খান দাবি করে আসছেন, তার জীবন বিপদে পড়েছে, তিনি অসুস্থ, তিনি একজন বয়স্ক ব্যক্তি এবং এসব কারণে আদালতে হাজির হতে পারছেন না। তার আরও অভিযোগ, গ্রেপ্তারের পর সরকার তাকে হত্যা করবে, আদালতে উপস্থিত না হওয়ার কারণ দেখিয়ে। তবে মরিয়ম বলেন, পুলিশ শুধুমাত্র আদালতের নির্দেশ মেনে চলছিল, যেখানে পিটিআই গুন্ডারা পুলিশের উপর হামলা করে এবং ভ্যান পুড়িয়ে দেয়। শনিবার এটি প্রমাণিত হয়েছে যে ইমরান খানের জীবনের হুমকির দাবিটি ভুয়া। মন্ত্রী বলেন, ইমরান খান একজন মিথ্যাবাদী, একজন সন্ত্রাসী এবং কাপুরুষ। জনগণ গতকাল সবকিছু দেখেছে। এই কাপুরুষ বিদেশী এজেন্ট আদালতে হাজির হতে চায়নি। ইমরান গুন্ডামি ও সন্ত্রাস দিয়ে আদালতকে ভয় দেখাচ্ছে। 

মরিয়ম আওরঙ্গজেব ইমরানের প্রতি ক্ষোভ দেখিয়ে বলেন, পুলিশ শুধুমাত্র আদালতের আদেশ বাস্তবায়নের চেষ্টা করছিল। কিন্তু ইমরান খানের সহিংস অনুসারীরা তাদের ওপর ভয়াবহ আক্রমণ চালায়। ইসলামাবাদের ঘটনার আগে জামান পার্কে কী ঘটেছিল তা জনগণ দেখেছে। সমাজকে রক্ষা করা পুলিশের দায়িত্ব ছিল কিন্তু একজন সন্ত্রাসী পাল্টা হামলা চালিয়েছে। মরিয়ম প্রশ্ন তোলেন যে, এভাবে বারবার রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করার পরেও পিটিআইকে একটি রাজনৈতিক দল বলা যেতে পারে কিনা। তিনি বলেন,  আগে আদালত এক মিনিট বিলম্ব হলেও জামিন বাতিল করে দিত। আর এখন আদালতে লাঠি, পাথর, পেট্রোল বোমা এবং গুলতি নিয়ে আক্রমণ হচ্ছে, তবু কারও কোনো সমস্যা হচ্ছে না।  বিচার ব্যবস্থা এবং আইনের এই রহস্যময় নীরবতা এই দেশের জন্য হুমকি হয়ে উঠছে। ইমরান খানের জামান পার্কের বাসভবনে তল্লাশি করার সময় পুলিশ পেট্রোল বোমা, কালাশনিকভ রাইফেল, অস্ত্র এবং গুলতি উদ্ধার করেছে। সেখানে শত শত সন্ত্রাসীদের খুঁজে পেয়েছে। তার বাসভবন সন্ত্রাসীদের বাঙ্কারে পরিণত হয়েছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status