শেষের পাতা
‘দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া ’৭২-এর সংবিধানের প্রকৃত আকাঙ্ক্ষা নয়’
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
’৭২-এর সংবিধানের প্রকৃত আকাংক্ষা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া নয়- মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে, এ দেশের জনগণের ভোটাধিকার মানা হয়নি দেখে দেশ ভেঙে এই দেশ গঠন করা হয়েছে। ’৭২-এর সংবিধানের প্রকৃত আকাংক্ষা হচ্ছে- প্রকৃত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা থাকবে। অবাধ নির্বাচন হবে। সাচ্চা জনপ্রতিনিধিরা দেশ শাসন করবেন। কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়ার জন্য নয়, বৈষম্য করার জন্য নয়, ব্যাংকের টাকা লুটপাট, সম্পদ পাচার করার জন্য নয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সিপিডিএস) আয়োজনে ‘সংবিধানে জনগণের আস্থা ফিরিয়ে আনা’- শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সিপিডিএস’র সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, আইনজ্ঞ ইকতেদার আহমেদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল লতিফ প্রমুখ। সাম্প্রতিক এক ঘটনার কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান কাণ্ডে পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। কিন্তু ভয়ে সেই নাম তারা মুখে আনতে পারছেন না। এতে করে বোঝাই যায় দেশে বাক্স্বাধীনতার কী অবস্থা।