ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

‘দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া ’৭২-এর সংবিধানের প্রকৃত আকাঙ্ক্ষা নয়’

স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
mzamin

’৭২-এর সংবিধানের প্রকৃত আকাংক্ষা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া নয়- মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে, এ দেশের জনগণের ভোটাধিকার মানা হয়নি দেখে দেশ ভেঙে এই দেশ গঠন করা হয়েছে। ’৭২-এর সংবিধানের প্রকৃত আকাংক্ষা হচ্ছে- প্রকৃত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা থাকবে। অবাধ নির্বাচন হবে। সাচ্চা জনপ্রতিনিধিরা দেশ শাসন করবেন। কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়ার জন্য নয়, বৈষম্য করার জন্য নয়, ব্যাংকের টাকা লুটপাট, সম্পদ পাচার করার জন্য নয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সিপিডিএস) আয়োজনে ‘সংবিধানে জনগণের আস্থা ফিরিয়ে আনা’- শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সিপিডিএস’র সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, আইনজ্ঞ ইকতেদার আহমেদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল লতিফ প্রমুখ। সাম্প্রতিক এক ঘটনার কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান কাণ্ডে পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। কিন্তু ভয়ে সেই নাম তারা মুখে আনতে পারছেন না। এতে করে বোঝাই যায় দেশে বাক্‌স্বাধীনতার কী অবস্থা।

বিজ্ঞাপন
তিনি বলেন, দেশে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। আর দিনমজুরের ছেলে সোনা দিয়ে লোগো বানায়। তাও মাত্র ৪-৫ বছরে। কী পরিমাণ টাকা লুটপাট। এটা কি তার টাকা? আমরা পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শুনি। তার নাম আমরা নিতে পারছি না। এই বাকস্বাধীনতা আমাদের সংবিধানে বলা আছে? তিনি আরও বলেন, আমরা কি এরশাদ সরকারের সময় স্লোগান দিইনি যে, এরশাদের চামড়া তুলে নেবো আমরা? খালেদা জিয়ার আমলে স্লোগান হয় নাই যে, খালেদা জিয়ার চামড়া তুলে নেবো আমরা? এখন প্রধানমন্ত্রী তো দূরের কথা, পুলিশ কমিশনারের চামড়া তুলে নেবো আমরা বলে দেখেন না, কী অবস্থা হয়। সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, দেশের জনগণ যেন ক্ষমতায়িত না হয় সেই প্রবণতা আমাদের শাসন ব্যবস্থায় সব সময় রয়েছে। আইনজ্ঞ ইকতেদার আহমেদ বলেন, দেশে যখন যারা ক্ষমতায়, সংবিধানে কী আছে না আছে, সেটা তাদের কাছে সব সময় অপ্রাসঙ্গিক থেকেছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে। আমাদের দশম সংসদ নির্বাচনে সবাই কি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে?

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status