বাংলারজমিন
‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই’
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এর ধারাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে আহ্বান জানান। শত্রুকে প্রতিহত করার জন্য সকলকে প্রস্তুত থাকার অনুরোধ করেন। দেশকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সকল শিক্ষাথীদের মাঠে খেলাধুলা করতে আহ্বান জানান। খেলাধুলা করলে দেহ মন উভয়ই ভালো থাকে। স্মাট বাংলাদেশ গড়তে হলে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই। গতকাল দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দোহার উপজেলার মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে সভায় পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম প্রমুখ।