ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

তবুও আশায় সাকিব

স্পোর্টস রিপোর্টার
২৭ মে ২০২২, শুক্রবার

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৬৫ রান। জবাব দিতে নেমে মিরপুর শেরেবাংলায় জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৫০৬। চতুর্থ দিন শেষ বিকালে ১৪০ রানে পিছিয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ রানে হারিয়ে বসে ৪ উইকেট। স্কোর বোর্ডে জমা পড়েছে মাত্র ৩৪। এখনো পিছিয়ে ১০৭ রান। আজ পঞ্চম দিন যা টপকে যাওয়া ভীষণ কঠিন হবে টাইগারদের জন্য। তবে এমন পরিস্থিতিতেও আশাবাদী দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে আশা দেখাচ্ছে প্রথম ইনিংসে ২৫ রানে পাঁচ উইকেট হারানো পরও সেঞ্চুরি করা লিটন দাস-মুশফিকুর রহীম। গতকাল দিন শেষে এ দুই ব্যাটসম্যান আছেন অপরাজিত। তাই সাকিব বলেন, ‘মুশফিক ভাই ও লিটনের মতো যদি দ্বিতীয় ইনিংসে যদি কেউ ব্যাট করতে পারে তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব।

বিজ্ঞাপন
আসলে আমাদের জন্য পরিস্থিতিটা খুব কঠিন হয়ে গেছে। উইকেট খুব কঠিন না, কিন্তু এতক্ষণ খেলার পর ক্রিকেটাররা একটু ক্লান্ত ঠিক এই সময়ে ব্যাটে নেমে টিকে থাকাটা কঠিন টপ-অর্ডারদের জন্য। আসলে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে বাংলাদেশ দলের। আমি যখন দলে ছিলাম না তখনও হয়েছে। দ্বিতীয় ইনিংসে অনেকবারই আমরা ব্যর্থ হচ্ছি। এই চ্যালেঞ্জটা আমরা নিতে পারছি না। এই জায়গায় উন্নতির সুযোগ আছে। কিন্তু এখনও যখন হারিনি তাই আগে থেকে ব্যর্থ বলা যায় না। দ্বিতীয় ইনিংসে বা শেষদিনে ব্যাট করতে গেলে মাথায় অনেক চাপ থাকে, ম্যাচের অনেক পরিস্থিতি মাথায় ঘুরে। এই সময় ব্যাট করা সত্যিই কঠিন। তবে এটা নির্দিষ্ট ব্যাটারদের ব্যাখ্যা করার বিষয়।’ তামিম ইকবাল আউট হওয়ার পর দলের হাল ধরতে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু অহেতুক রান আউট হয়ে দলের বিপদ তিনি আরও বাড়িয়েছেন। তার এমন আউট নিয়ে হতাশ সাকিব। তিনি বলেন, ‘রান আউট যে কোন ম্যাচে-সিচুয়েশনে খুবই খারাপ দিক। টেস্ট ম্যাচের এরকম সিচুয়েশন তো আরও ভয়ঙ্কর। বেশ কিছুক্ষণ ধরেই আমরা চাপে ছিলাম, যার শেষ ফলটা হল রান আউট দিয়ে। এই মুহূর্তে ঠান্ডা থাকা জরুরি। টেস্ট ক্রিকেটের মজাটাই এখানে। আর আমাদের সবারই সমস্যা আছে। সবাই ক্ষেত্র বিশেষে সফল হয়েছে আবার বিফল হয়েছে। গুরুত্বপূর্ণ হলো এই সময়গুলোয় আমরা কীভাবে সফল হয়েছি তা মনে রাখা। কারণ আমরা এইরকম অবস্থায় খুব কম পড়ি তাই ওগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই সময়গুলোর কাজ আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ।’ অন্যদিকে সাকিব টেস্টে দলের ব্যর্থতার কারণ মানসিক মনে করেন।

তিনি বলেন, ‘আমরা টেস্টে সবচেয়ে ফিট দল। কারণ সবচেয়ে বেশি ফিল্ডিং করি। ফিজিক্যালি অনেক ফিট কিন্তু। সমস্যা হলো মানসিকতায়। এখানে অবশ্যই অনেক কাজ করার আছে। আমরা আসলে অনেক বেশি ব্যর্থতার ভয় করি। এজন্য এমনটা হয়ে যায়। দুটো পয়েন্ট। এক, এই টেস্টে আমাদের নিবেদন ভালো ছিল না। দুুই, ওদের পেসাররা আমাদের পেসারদের চেয়ে ভালো জায়গায় বেশি বল করেছে।’  
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status